বরফশীতল আবহাওয়াতেও দুর্দান্ত মেসি

 

chardike-ad

তুষারঝড়ে ইন্টার মায়ামির কনক্যাক্যাফ চ্যাম্পিয়ন্স কাপের প্রথম লেগটা পেছানো হয়েছিল ২৪ ঘণ্টা। তার পরেও আবহাওয়া ছিল ভীষণ প্রতিকূল। তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকা অবস্থাতেই স্পোর্টিং কানসাস সিটির মুখোমুখি হয় মেসির ইন্টার মায়ামি। কিন্তু বরফশীতল আবহাওয়াতেও টের পাওয়া গেছে মেসির উত্তাপ। বরফঠাণ্ডা উপেক্ষা করে একমাত্র গোলে মায়ামিকে ১-০ গোলের জয় এনে দিয়েছেন আর্জেন্টাইন তারকা।

চিলড্রেন্স মার্সি পার্কে মেসি জয়সূচক গোলটি করেছেন ৫৬ মিনিটে। নিজের স্বভাসুলভ নৈপুণ্য প্রদর্শন করে প্রতিপক্ষের গোলকিপারকে পরাস্ত করে কোনাকুনি নিচু শটে জাল কাঁপিয়েছেন। লুইস সুয়ারেজও তার আগে ৩৫ মিনিটে গোলের কাছে চলে গিয়েছিলেন। দুর্ভাগ্য শট লক্ষ্যে রাখতে পারেননি তিনি। তার পর দ্বিতীয়ার্ধে সুযোগ তৈরি হয় মেসির সাবেক বার্সা সতীর্থ সের্হিও বুসকেৎজ ভাসানো পাস দিলে। আর্জেন্টাইন অধিনায়ক বুক দিয়ে বলের নিয়ন্ত্রণ নিয়ে লক্ষ্যে বল পাঠিয়েছেন।

এর ফলে শেষ ষোলোর পথে অ্যাওয়ে গোলের সুবাদে নিজেদের এগিয়ে রেখেছে মায়ামি। দ্বিতীয় লেগ হবে মঙ্গলবার ফ্লোরিডায়।

তুষারঝড়ে সূচিতে পরিবর্তন আনলেও কানসাস সিটির দুর্যোগ পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। ম্যাচ শুরুর সময়েই তাপমাত্রা ছিল মাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াস!

আর্কটিক ঝড়ে পুরো অঞ্চলে তুষারপাতের পরিমাণ ছিল কয়েক ইঞ্চি। তামপাত্রা নেমেছিল রেকর্ড পরিমাণ নিচে। ম্যাচের সময় দেখা গেছে আর্জেন্টাইন সুপার স্টার মেসি ও মায়ামি সতীর্থরা ঠাণ্ডা থেকে বাঁচতে হাত, গলা ও শরীরকে উষ্ণ রাখতে সেরকম কাপড় পরে মাঠে নেমেছিলেন।