ভেন্যু রাওয়ালপিন্ডি বলেই নিউজিল্যান্ডকে হারানোর স্বপ্ন দেখছে বাংলাদেশ। গত বছর আগস্ট-সেপ্টেম্বরে পাকিস্তানকে টেস্ট সিরিজে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। সুখকর সেই স্মৃতিতে উদ্দীপ্ত নাজমুল হোসেন শান্তরা আজ (সোমবার) বাংলাদেশ সময় বিকাল তিনটায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হবে মিচেল স্যান্টনারের নিউজিল্যান্ডের। ম্যাচটি বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। টুর্নামেন্টে টিকে থাকতে আজ জিততেই হবে নাজমুল হোসেন শান্তর দলকে। দুই দলের এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।
গত বছর রাওয়ালপিন্ডিতে টেস্ট সিরিজ জিতেছিল বাংলাদেশ। সংস্করণ ভিন্ন হলেও কিউইদের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে সেই স্মৃতি তাদের দারুণ উজ্জীবিত করবে বলে মনে করেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স, ‘আমি আশা করি দেবে। কারণ পাকিস্তানে এসে তাদেরকে হারানো সহজ কাজ নয়। সেই জয় দলকে অনেক আত্মবিশ্বাস দিয়েছে। তাই এটি আমাদের মানসিকতায় ইতিবাচক প্রভাব ফেলবে।’
আইসিসির সীমিত ওভারের টুর্নামেন্টে বড় সাফল্য না থাকলেও ধারাবাহিকভাবেই ভালো খেলে নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় আসরের চ্যাম্পিয়নও তারা। এবারও স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে দারুণ এক জয়ে আসর শুরু করেছে। অন্যদিকে বড় হারে টুর্নামেন্ট শুরু হয়েছে বাংলাদেশের। তাই টাইগাররা কিছুটা হলেও চাপে থাকবে। তবে চাপ নিয়েই ভালো খেলার কথা জানিয়েছেন কোচ, ‘ঠিক আছে, এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই চাপের ম্যাচ। এটি বিশ্বের সেরা আট দলের মধ্যে প্রতিযোগিতা, তাই প্রত্যেকটি ম্যাচ কঠিন হবে, সেটাই স্বাভাবিক। হ্যাঁ, ওরা ভালো খেলছে, তবে আগামীকাল নতুন দিন। আমরা চেষ্টা করব যাতে তারা আগের মতো ভালো খেলতে না পারে।’
দুই ম্যাচের মাঝে তিন দিনের বিশ্রাম পেয়েছে বাংলাদেশ দল। নিজেদের ভুলগুলো শুধরে নেওয়ার তাই সুযোগটা কম হওয়ার কথা নয়। তবে কিউইদের বিপক্ষে ভালো করতে হলে ব্যাটিং লাইনআপকে জ্বলে উঠতে হবে। ভারতের বিপক্ষে দারুণ সেঞ্চুরি করা তাওহীদ হৃদয় নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে পুরোপরি সুস্থ আছেন। আগের ম্যাচে শেষ দিকে গিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যাটিং করেছেন তিনি। মাহমুদউল্লাহও অনেকটা সুস্থ। তবে তার খেলার সম্ভাবনা বেশ ক্ষীণই। শেষ মুহূর্তে মাহমুদউল্লাহকে একাদশে দেখা গেলে অবাক হওয়ার কিছু নেই। যদিও মাহমুদউল্লাহ খেললে, কে বাদ পড়বেন সেটি নিয়ে সংশয় আছে। রাওয়ালপিন্ডির উইকেটে সৌম্যকে বাদ দেওয়ার চিন্তা হয়তো টিম ম্যানেজমেন্ট করবে না। সেক্ষেত্রে আরেক অফস্পিনার মেহেদী হাসান মিরাজের কপাল পুড়তে পারে।
এছাড়া বাংলাদেশের পেস আক্রমণেও আসছে পরিবর্তন। নাহিদ রানা একাদশে অন্তর্ভুক্ত হতে চলেছেন, তাতে মোস্তাফিজের জায়গা হারানোর সম্ভাবনাকে আরও বাড়িয়ে তুলেছে। মোস্তাফিজ তার সাম্প্রতিক ম্যাচগুলোতে নিজের সেরা ছন্দে ছিলেন না, ফলে রাওয়ালপিন্ডির ব্যাটিং বান্ধব উইকেটে তাকে না খেলানোর দিকেই নজর দেওয়া হচ্ছে।
অপর দিকে নিউজিল্যান্ড জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে। স্বাগতিক পাকিস্তানকে হারিয়েছে তারা। আগের ম্যাচের ধারাবাহিকতা বাংলাদেশের বিপক্ষেও বজায় রাখতে চান কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। তবে বাংলাদেশের বোলিং আক্রমণ নিয়ে সতর্ক তিনি, ‘আমরা যে অবস্থানে আছি, সেটা দারুণ। ত্রিদেশীয় সিরিজে অবশ্যই দারুণ করেছি এবং এখন বাংলাদেশের ছেলেরা অনেক আত্মবিশ্বাস নিয়ে খেলবে। আমি মনে করি তারা এই মুহূর্তে খুব ভালো দল। তাদের স্পিন বিভাগ সবসময় পরিপূর্ণ। কিন্তু এখন তাদের বোলিং আক্রমণে খুব ভালো, পেসাররাও এসেছে।’
সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে হলে বাংলাদেশের জয়ের বিকল্প নেই। অন্যদিকে নিউজিল্যান্ড জিতলেই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলবে। এই ম্যাচে ব্যাটিং হয়ে উঠবে ম্যাচ জয়ের চাবিকাঠি। যে দল ব্যাটিংয়ে প্রভাব বিস্তার করতে পারবে, তাদের দিকেই পাল্লা ভারি থাকবে। আগের ম্যাচে টপ অর্ডার ব্যর্থ হওয়া বাংলাদেশ আজকের ম্যাচে ব্যাটিং নিয়ে আত্মবিশ্বাসী। নিজেদের এই আত্মবিশ্বাস বাস্তবে রূপ দিতে পারলেই সাফল্য সম্ভব।