লেবুর দাম বেড়ে প্রায় দ্বিগুণ, দাম বেড়েছে শসারও

প্রতিবার রোজা এলেই চাহিদা বাড়ে লেবু ও বেগুনের। এতে দাম বাড়ে পণ্য দুটির। এ বছর এখন লেবুর মৌসুম না হওয়ায় দাম আরও বেড়েছে। গত সপ্তাহে প্রতি হালি মাঝারি আকারের লেবু বিক্রি হয়েছিল ৪০ টাকা; এখন সেই লেবু ৮০ টাকা হালি।

chardike-ad

লেবুর পাশাপাশি বেড়েছে শসার দামও। এখন প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। এক সপ্তাহ আগেও এ শসার কেজি ছিল ৩০ থেকে ৩৫ টাকা।

রাজধানীর কল্যাণপুর ও হাতিরপুল এলাকার বাজার ঘুরে দেখা গেছে ছোট আকারের লেবু ৪০ টাকা হালি ও মাঝারি লেবু ৮০ টাকা হালি বিক্রি হচ্ছে।

কল্যাণপুরের নতুনবাজার এলাকার সবজি বিক্রেতা আব্দুল করিম বলেন, ‘ছোট লেবু বিক্রি করছি হালি ৪০ টাকা করে। বাজারে বড় আকারের লেবু পাইকারি কিনতে হয় প্রতি পিস ২০ টাকা। তাই সেই লেবু বিক্রির জন্য আনিনি।

তিনি আরও বলেন, রমজানে লেবুর শরবত খাওয়ায় পণ্যটির চাহিদা বাড়ে। কিন্তু এখন লেবুর মৌসুম না হওয়ায় সরবরাহ কম।

কল্যাণপুরে কথা হয় ক্রেতা মোহাম্মদ ফিরোজের সঙ্গে। তিনি বলেন, ছোট আকারের লেবু চারটি কিনেছেন ৫০ টাকায়।

আরেক বিক্রেতা সামসুল ইসলাম বলেন, ‘৪০ কেজি শসা এক সপ্তাহ আগে পাইকারি কিনেছি ৯০০ থেকে ১ হাজার টাকায়। এখন কিনতে হয় ১ হাজার ৪০০ টাকা থেকে ১ হাজার ৫০০ টাকায়। সপ্তাহ আগে খুচরায় বিক্রি করেছি ৩০ থেকে ৩৫ টাকা কেজি। এখন ৫০ থেকে ৫৫ টাকা কেজি বিক্রি করছি। টমেটোর দাম বাড়েনি; কেজি ২৫ টাকা। কাঁচামরিচ ৬০ টাকা কেজি।’

বাজার ঘুরে দেখা যায়, ব্রয়লার মুরগীর দাম দুই দিনের ব্যবধানে কেজিতে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ২০০ টাকায়। প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ১৩০ টাকায়।

এদিকে রাজধানীর বাজারে এখনও সব মুদি দোকানে পাওয়া যাচ্ছে না সয়াবিন তেলের বোতল। প্রায় ২০ দিন ধরে বোতলজাত তেলের সংকট চলছে বলে জানান বিক্রেতারা।