রবিবার । জুন ১৫, ২০২৫ । ৯:১৭ অপরাহ্ন
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ১৩ মে ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন
শেয়ার

ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি, ২৬ মে দায়িত্ব নেবেন


ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি, ২৬ মে দায়িত্ব নেবেন

ফুটবল ইতিহাসের অন্যতম সফল কোচ কার্লো আনচেলত্তি ব্রাজিল জাতীয় দলের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। সোমবার (১২ মে) এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

৬৫ বছর বয়সী আনচেলত্তি বর্তমানে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। সিবিএফ জানিয়েছে, লা লিগা মৌসুম শেষ হওয়ার পর ২৬ মে তিনি ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

সিবিএফ সভাপতি এডনালদো রদ্রিগেজ এক বিবৃতিতে বলেন, ‘তিনি ইতিহাসের সেরা কোচ, আর এখন তিনি নেতৃত্ব দেবেন বিশ্বের সেরা জাতীয় দলকে। আমরা একসঙ্গে ব্রাজিলীয় ফুটবলের নতুন গৌরবগাঁথা রচনা করব।’

রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে দুটি মেয়াদে আনচেলত্তি এখন পর্যন্ত ১৫টি ট্রফি জিতেছেন। এর মধ্যে রয়েছে গত মৌসুমের লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের ডাবল।

তবে চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত কোনো বড় শিরোপার কাছাকাছি নেই। সর্বশেষ রবিবার ‘এল ক্লাসিকো’তে বার্সেলোনার কাছে তারা ৪-৩ গোলে হেরে যায়।

এই মৌসুমে রিয়াল মাদ্রিদের শেষ লিগ ম্যাচ ২৫ মে। ঠিক তার পরদিন আনচেলত্তি ব্রাজিলের দায়িত্ব গ্রহণ করবেন।

ইতোমধ্যেই শোনা যাচ্ছে, বেয়ার লেভারকুজেনের বর্তমান কোচ জাবি আলোনসো মৌসুম শেষে জার্মান ক্লাবটি ছাড়ার ঘোষণা দিয়েছেন। আনচেলত্তির প্রথম মেয়াদে রিয়াল মাদ্রিদে খেলা আলোনসো হয়ত রিয়ালে এই কিংবদন্তি ইতালিয়ান কোচের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন।

এদিকে বর্তমানে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে থাকা ব্রাজিল সাম্প্রতিক টুর্নামেন্টগুলোতে উল্লেখযোগ্য সাফল্য দেখাতে পারেনি।

২০২২ সালের বিশ্বকাপে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নেয়। ওই আসরে চ্যাম্পিয়ন হয় প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। গত বছরের কোপা আমেরিকাতেও কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের কাছে হেরে ব্রাজিল ছিটকে যায়।

দলের সর্বশেষ কোচ দরিভাল জুনিয়রকে একাধিক খারাপ ফলাফলের কারণে মার্চে বরখাস্ত করা হয় । তার অধীনে ব্রাজিল বিশ্বকাপ বাছাইপর্বে কনমেবলের তালিকায় চতুর্থ স্থানে ছিল।

সিবিএফ সভাপতি রদ্রিগেজ আরও বলেন, ‘কার্লো আনচেলত্তিকে ব্রাজিলের কোচ হিসেবে নিয়ে আসা কেবল একটি কৌশলগত সিদ্ধান্ত নয়। এটি বিশ্বকে জানান দেয় যে, আমরা আবারও শীর্ষস্থানে ফিরে যাওয়ার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ।’

ব্রাজিল জাতীয় দলের প্রথম বিদেশি কোচ হতে যাচ্ছেন কার্লো আনচেলত্তি। এক বিবৃতিতে সিবিএফ আনচেলত্তিকে একজন ‘আইকন’ হিসেবে অভিহিত করে তার চুক্তি আগেভাগে শেষ করতে দেওয়ায় রিয়াল মাদ্রিদকে ধন্যবাদ জানিয়েছে।

উল্লেখ্য, তার রিয়ালের বর্তমান সঙ্গে চুক্তিটি ২০২৬ সাল পর্যন্ত থাকার কথা ছিল।

তবে, আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি রিয়াল মাদ্রিদ।

ব্রাজিল কোচ হিসেবে আনচেলত্তির প্রথম ম্যাচ হবে জুনের শুরুতে ইকুয়েডরের বিপক্ষে। এরপর একই মাসে দলটি মুখোমুখি হবে প্যারাগুয়ের।

তবে সব নজর থাকবে আগামী বছরের বিশ্বকাপের দিকে, যা যৌথভাবে আয়োজন করবে মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্র।