সিউলের সবচেয়ে ব্যস্ততম সাবওয়ে স্টেশন ২নাম্বার লাইনের খাংনাম স্টেশন। প্রতিদিন গড়ে প্রায় ১লাখ ৩০হাজার যাত্রী খাংনাম স্টেশন ব্যবহার করেন। সিউল মেট্রো প্রকাশিত একটি রিপোর্ট থেকে এসব তথ্য জানা যায়। আরো জানা যায়, খাংনামের পরেই সবচেয়ে বেশি যাত্রী ব্যবহার করে ১নাম্বার লাইনের সিউল স্টেশন যার যাত্রী সংখ্যা ১লাখ ৫হাজার  এবং এর পরেই রয়েছে ২নাম্বার লাইনের জামসিল স্টেশন যার যাত্রীসংখ্যা গড়ে ৯৭হাজার। সবচেয়ে কম ব্যবহৃত স্টেশন হিসেবে ৫নাম্বার লাইনের মাগুক স্টেশন (গড়ে ৯০৪ জন), ২নাম্বার লাইনের দুরিমছন স্টেশন ( গড়ে ১৫৭৫ জন) এবং সিন্দাব স্টেশনের ( গড়ে ১৭৭৬জন) নাম প্রকাশ করা হয়।গত ছয়মাসের মধ্যে বিশ্ব শিশুদিবসে সবচেয়ে বেশি যাত্রী সিউল সাবওয়ে ব্যবহার করে বলে রিপোর্টে জানানো হয়। মে মাসে ৪তারিখ শিশু দিবসে ৮৫ লাখ ৫২ হাজারের বেশি যাত্রী সিউল সাবওয়ে ব্যাবহার করে।(ইউনহাপ অবলম্বনে)