Search
Close this search box.
Search
Close this search box.

সেপ্টেম্বরেই আসছে গ্যালাক্সি নোট ফোর

আগামী ৩ সেপ্টেম্বর আসছে দক্ষিণ কোরীয় ইলেকট্রনিক পণ্য নির্মাতা স্যামসাংয়ের গ্যালাক্সি নোট ফোর। দেশটির সংবাদ মাধ্যম কোরিয়া টাইমস তাদের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানায়।mobile

অনেক দিন ধরেই স্যামসাংয়ের গ্যালাক্সি নোট সিরিজের পরবর্তী সংস্করণ গ্যালাক্সি নোট ফোর নিয়ে আলোচনা চলছে। মূলত অ্যাপলের আইফোনের সঙ্গে প্রতিযোগিতা করতেই গ্যালাক্সি সিরিজটি বাজারে এনেছিল দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি। মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপলের সূত্রমতে, আগামী মাসের ১২ তারিখ উদ্বোধন হতে পারে অ্যাপলের আইফোন সিক্সের। বিশ্লেষকদের মতে, এ কারণেই স্যামসাং তাদের ডিভাইসটির উদ্বোধন তারিখ এগিয়ে দিয়েছে।

chardike-ad

এদিকে অ্যাপলের আইফোন সিক্স নিয়েও বিভিন্ন গুজব রয়েছে। এ পর্যন্ত বেশকিছু প্রতিবেদনে আইফোন সিক্সের বিভিন্ন ফিচার নিয়ে আলোচনা হয়েছে। ধারণা করা হচ্ছে, বাজারে আসার সঙ্গে সঙ্গেই উল্লেখযোগ্য সংখ্যক আইফোন সিক্স বিক্রি হবে। বাজার বিশ্লেষকদের মতে, আইফোন সিক্স ও গ্যালাক্সি নোট ফোর দুটি নির্মাতা প্রতিষ্ঠানকে ২০১৪ সালের জন্য প্রতিনিধিত্ব করবে। তাই যারা তাদের পণ্যের মাধ্যমে অধিক সফলতা অর্জন করতে পারবে, তারাই চলতি বছরের লাভের ধারায় এগিয়ে থাকবে। এ কারণে দুটি প্রতিষ্ঠানই তাদের ডিভাইস বাজারে ছাড়ার বিষয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করছে।

কোরিয়া টাইমসের তথ্যমতে, এতে আল্ট্রাভায়োলেট সেন্সর ব্যবহার করা হবে। এ প্রযুক্তিটি ব্যবহারকারীকে অতি বেগুনি রশ্মির অবস্থান সম্পর্কে সতর্ক করবে। আর এ বিষয়ে করণীয় জানাবে গ্যালাক্সি নোট ফোরে ব্যবহৃত অ্যাপ এস হেলথ। অ্যাপল ও স্যামসাং দুটি প্রতিষ্ঠানই তাদের নতুন ডিভাইস দুটিতে নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করবে বলে মনে করছেন প্রযুক্তিবিদরা। কারণ এ দুই ডিভাইসের সাফল্যের ওপরই প্রতিষ্ঠান দুটির চলতি বছরের সফলতা নির্ভর করবে। বণিকবার্তা।