বৃহস্পতিবার । জুন ১৯, ২০২৫
স্টাফ রিপোর্টার আদালত ২৫ মে ২০২৫, ৪:১৫ অপরাহ্ন
শেয়ার

ইশরাকের শপথ ঠেকাতে এবার আপিল


ইশরাকের শপথ ঠেকাতে এবার আপিল

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেট স্থগিত চেয়ে এবং শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল করা হয়েছে।

আজ রোববার আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি মো. রেজাউল হকের আদালতে আপিল আবেদনটি করা হয়েছে বলে গণমাধ্যমকে জানান রিটকারীর আইনজীবী মোহোম্মদ হোসেন।

এর আগে গত ২২ মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের দেওয়া গেজেটের বৈধতা নিয়ে এবং শপথ পড়ানো থেকে বিরত থাকার নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে আদেশ দেন হাইকোর্ট।

বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।