দেশের শীর্ষস্থানীয় চেইন মডেল ফার্মেসি একেএস ফার্মার সব আউটলেটে পাওয়া যাবে বাংলাদেশী প্রিমিয়াম স্কিনকেয়ার ব্র্যান্ড স্কিনোর সব পণ্য। এ উপলক্ষে ২৫ মে (রবিবার) স্কিনো লিমিটেড এবং একেএস খান ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন স্কিনো লিমিটেডের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নেওয়াস শরীফ নাসিম এবং একেএস খান ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ক্যাটাগরি ম্যানেজমেন্ট (নন-ফার্মা ও ই-কমার্স) এজিএম মো. সাদ এনামুল হক।
চুক্তির আওতায় স্কিনোর পণ্য দেশের বিভিন্ন স্থানে থাকা একেএস ফার্মার আউটলেটগুলোতে পাওয়া যাবে। যার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের গ্রাহকদের কাছে স্কিনো ব্র্যান্ডের পণ্য আরও সহজলভ্য হবে।
উল্লেখ্য স্কিনো লিমিটেড দেশের প্রিমিয়াম স্কিনকেয়ার ব্র্যান্ড যারা মানসম্পন্ন পণ্য তৈরি করে গ্রাহকের আস্থা অর্জন করে চলেছে। অন্যদিকে চেইন মডেল ফার্মেসি একেএস ফার্মা দেশজুড়ে ৪০টিরও বেশি আউটলেটের মাধ্যমে গ্রাহক সেবা প্রদান করে আসছে।