সোমবার । জুন ২৩, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ২৬ মে ২০২৫, ৩:০১ অপরাহ্ন
শেয়ার

এমবাপ্পের হাতেই উঠলো ইউরোপিয়ান গোল্ডেন শু


এমবাপ্পের হাতেই উঠলো ইউরোপিয়ান গোল্ডেন শু

শেষ হয়েছে ইউরোপের ২০২৪-২৫ মৌসুমের শীর্ষ পাঁচ ঘরোয়া লীগ। নাপোলির সিরি আ জয়ের মধ্য দিয়ে নিষ্পত্তি হয়েছে এই শীর্ষ পাঁচ লীগের শিরোপাও। দলীয় লড়াইয়ের সঙ্গে শেষ হয়েছে ব্যক্তিগত অর্জনের দৌড়ও। রিয়াল মাদ্রিদের হয়ে স্প্যানিশ লা লিগায় নিজের অভিষেক মৌসুমেই কিলিয়ান এমবাপ্পে জিতলেন ইউরোপিয়ান গোল্ডেন শু। শেষ দিকে এসে লড়াই জমিয়ে দিলেও এই ফরাসি তারকাকে পেছনে ফেলতে পারেননি ভিক্টর গিয়োকেরেস ও মো সালাহ। অল হোয়াইটদের শেষ ম্যাচের জোড়া গোলে অনেকটাই উপরে চলে যান এমবাপ্পে।

ইউরোপিয়ান সব লীগই প্রতি মৌসুমে আলাদাভাবে নিজেদের সর্বোচ্চ গোলদাতাকে গোল্ডেন বুট দিয়ে থাকে। তবে ইউরোপের সব লীগ মিলিয়ে গোলের জন্য প্রাপ্ত সর্বাধিক পয়েন্টের মালিককে দেয়া হয়ে এই ইউরোপিয়ান গোল্ডেন শু। নতুন নিয়মে উয়েফা কো-এফিসিয়েন্ট র্যা ঙ্কিংয়ে শীর্ষ পাঁচ লীগে করা প্রতিটি গোলের জন্য ২ পয়েন্ট করে পান একজন ফুটবলার।

র‍্যাঙ্কিংয়ে তিনে থাকা লা লিগায় নিজের প্রথম মৌসুমে রিয়ালের বিশ্বকাপজয়ী তারকা ফরোয়ার্ড এমবাপ্পে করেছেন ৩১ গোল, তাই তিনি পেয়েছেন দ্বিগুণ ৬২ পয়েন্ট। এমবাপ্পের চেয়ে ৮ গোল বেশি করেও স্পোর্টিং সিপির ভিক্টর গিয়োকেরেসের পয়েন্ট ৫৮.৫, কেননা এই সুইডিশ তারকা খেলছেন কো-এফিসিয়েন্ট র্যা ঙ্কিংয়ে সাতে থাকা পর্তুগিজ লীগে। ৬ থেকে ২২ নম্বরের লীগের গোলগুলোকে গুণ করা হয় ১.৫ পয়েন্ট দিয়ে। লিভারপুলের হয়ে প্রিমিয়ার লীগ জেতা মো সালাহ এই ব্যক্তিগত দৌড়ে তৃতীয়। লীগের ২৯ গোলে তার নামের পাশে যোগ হয়েছে ৫৮ পয়েন্ট।

রোববার নিজেদের শেষ ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে একমাত্র সমতাসূচক গোলটি করেন এই মিশরীয় ফরোয়ার্ডই। এদিন এমবাপ্পেকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ ছিল সালাহর, তবে তার জন্য তাকে করতে হতো কমপক্ষে ৪ গোল। আর হ্যাটট্রিক করলে তার পয়েন্ট দাঁড়াত এমবাপ্পের সমানসংখ্যক। তবে তাতেও খুব একটা লাভ হতো না এই ৩২ বছর বয়সী ফুটবলারের। কেননা সেক্ষেত্রে নিয়মানুযায়ী সবচেয়ে কম সময় যিনি খেলেছেন, তার হাতেই উঠত এই সোনার জুতা। লা লিগায় এমবাপ্পে চলতি মৌসুমে সব মিলিয়ে খেলেছেন ২৯১২ মিনিট। অন্যদিকে প্রিমিয়ার লীগে সালাহ খেলেছেন ৩৩৭৭ মিনিট।