শুক্রবার । জুন ১৩, ২০২৫ । ৬:২৪ পূর্বাহ্ন
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ৪ জুন ২০২৫, ৪:৩৩ অপরাহ্ন
শেয়ার

হত্যা করা হয়েছে হলিউড অভিনেতা জোনাথন জসকে


হত্যা করা হয়েছে হলিউড অভিনেতা জোনাথন জসকে

গুলি করে হত্যা করে হয়েছে হলিউড অভিনেতা জোনাথন জসকে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।

এরইমধ্যে খুনের সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যার অভিযোগে অভিযুক্ত সেই ব্যক্তি পুলিশকে বলেছেন, ‘আমি তাকে গুলি করেছি।’

সান অ্যান্টোনিও পুলিশ বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, রবিবার (১ জুন) সান অ্যান্টোনিওতে, তার বাড়ির কাছে গুলি করে হত্যা করা হয়। গুলির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পৌঁছায়। রাস্তার ধারে জসকে গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকতে দেখেন তারা।

অ্যাম্বুলেন্স পৌঁছানোর আগপর্যন্ত তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হয়। কিন্তু মারা যান তিনি। জরুরি সেবাকর্মীরা জোনাথন জসকে সেখানেই মৃত ঘোষণা করেন।

বলা প্রয়োজন, জোনাথন জস ‘পার্কস অ্যান্ড রিক্রিয়েশন’ সিরিজে অভিনয় করে জনপ্রিয়তা পান। এ ছাড়া অ্যানিমেটেড সিরিজ ‘কিং অব দ্য হিল’ এ জন রেডকর্ন চরিত্রের কণ্ঠ দিয়েছেন তিনি। ১৯৯৬ সালে ভিক্টর অ্যারন নামের মূল ডাবিং আর্টিস্ট গাড়ি দুর্ঘটনায় মৃত্যুর পর থেকে তিনি চরিত্রটিতে কণ্ঠ দেওয়া শুরু করেন।

উল্লেখ্য, জনপ্রিয় এই সিরিজটি পুনরায় নির্মিত হয়েছে। ওটিটি প্ল্যাটফর্ম হুলুতে প্রচার শুরু হবে ৪ আগস্ট থেকে। জানা গেছে, নতুন এই সিরিজেও অংশ নিয়েছেন জস।