বুধবার । জুলাই ৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ১৭ জুন ২০২৫, ৬:০৭ অপরাহ্ন
শেয়ার

শান্তর ষষ্ঠ’র পরে মুশফিকের দ্বাদশ


শান্তর ষষ্ঠ’র পরে মুশফিকের দ্বাদশ

টেস্টে মুশফিকের দ্বাদশ সেঞ্চুরি

শান্তর পরে এবার মুশফিকুর রহিমের সেঞ্চুরি। ক্যারিয়ারের ১২তম টেস্ট সেঞ্চুরি তুলে নিলেন শ্রীলংকার বিপক্ষে। অবশ্য শ্রীলঙ্কাকে পেলেই জ্বলে উঠেন মুশফিকুর রহিম।

লঙ্কানদের বিপক্ষেই পেয়েছিলেন টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির দেখা। আরও একবার তার ব্যাট কথা বললো প্রিয় প্রতিপক্ষের বিপক্ষে। ৫ চারের সাহায্যে ১৭৬ বলে সেঞ্চুরি তুলে নেন মিস্টার ডিপেন্ডেবল। এটি তার টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি।

যদিও গলে দিনের শুরুটা একদমই ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৫ রানেই প্রথম উইকেট হারায় টাইগাররা। এরপর দ্রুতই আরও দুই উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। এরপর হাল ধরেন শান্ত ও মুশফিক। ফলে দিনের শেষটা হচ্ছে দারুণভাবে।