
ফাতি ভাজকেজ ও লামিনে ইয়ামাল
বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের হয়ে ব্যস্ত মৌসুম শেষ করার পর লম্বা ছুটিতে রয়েছেন লামিনে ইয়ামাল। ছুটি কাটাতে এই উদীয়মান ফুটবল তারকা প্রথমে গিয়েছিলেন ইতালিতে।
সেখানকার রিসোর্টের সুইমিংপুলের পাশে বিশ্রাম নেওয়ার একটি ছবি সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আপলোড করেন। আরেকটি ছবিতে তাঁকে পাথুরে পাহাড়ের পাশের এক জলাশয়ে নৌকা নিয়ে ঘুরে বেড়াতে দেখা যায়।
এর কয়েক দিন পর স্প্যানিশ মডেল, ইনফ্লুয়েন্সার ও বিমানের ক্রু ফাতি ভাজকেজও সুইমিংপুলের পাশে ও জলাশয়ে নৌকা নিয়ে ঘোরার ছবি ইনস্টাগ্রামে আপলোড করেন।
প্রথম ছবি দেখে স্পষ্ট বোঝা যায়, ইয়ামাল ও ভাজকেজ যে সুইমিংপুলের পাশে বিশ্রাম নিচ্ছিলেন, সেটার সামনের গাছ আর ওপরের ছাউনি একই। দ্বিতীয় ছবিতে জলাশয়ের পেছনে যে পাথুরে পাহাড়, সেটাও এক।
ব্যস, তাতেই দুইয়ে-দুইয়ে চার মিলিয়ে ফেলে স্প্যানিশ দৈনিক মুন্দো দেপোর্তিভো। সংবাদমাধ্যমটি সব যাচাই করে নিশ্চিত হয় যে, ১৭ বছর বয়সী ইয়ামাল আর ৩০ বছর বয়সী ভাজকেজ ইতালির একই স্থানে অবস্থান করেছেন।
সংবাদমাধ্যমটির দাবি, বার্সার তরুণ উইঙ্গার তাঁর চেয়ে বয়সে ১৩ বছরের বড় মডেলের প্রেমে হাবুডুবু খাচ্ছেন।