
বেনিয়ামিন নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্প
ট্রাম্পের এমন ইঙ্গিতের বিষয়ে লেভি বলেন, এই বাস্তবতায় ট্রাম্পের দুই সপ্তাহ মানে হচ্ছে অন্তহীন সময়। যদি তিনি সত্যিই দুই সপ্তাহ অপেক্ষা করতে চান এবং এটি কৌশলগত কোনো প্রতারণা না হয়, তাহলে যুক্তরাষ্ট্রের এই যুদ্ধে জড়ানোর সম্ভাবনা ধীরে ধীরে কমে যাচ্ছে। কারণ, নেতানিয়াহু চান, ট্রাম্প যেন যত দ্রুত সম্ভব এই যুদ্ধে যুক্ত হন। খবর : আলজাজিরা।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে গিডিওন লেভি আরো বলেন, দীর্ঘ মেয়াদে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করলেও এবং দেশটির আক্রমণাত্মক ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় আঘাত হানলেও, ইসরায়েলিরা নিরাপদ থাকবে না।
লেভি আরও বলেন, ইসরায়েল যদি ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস কিংবা ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় ব্যাপক ক্ষতি করতে সক্ষমও হয়, তবু দীর্ঘ মেয়াদে ইসরায়েল নিজেদের আরও নিরাপদ ভাবতে পারবে না।
এই বিশ্লেষক আরও বলেন, ‘কিছুই সমাধান হবে না। কারণ, ইরান তার সক্ষমতা পুনরায় অর্জন করতে পারবে।’ তিনি যোগ করেন, ইসরায়েলের আরও অনেক নিরাপত্তা সমস্যা রয়েছে, যেগুলো শেষ হয়ে যাচ্ছে না—যেমন গাজা।