বুধবার । জুলাই ৯, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২২ জুন ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন
শেয়ার

মার্কিন নৌবহরে ক্ষেপণাস্ত্র হামলা ও হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি খামেনির উপদেষ্টার


যুক্তরাষ্ট্রের ফোরদো পারমাণবিক স্থাপনায় হামলার পর মার্কিন নৌবাহিনীর জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা এবং হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রভাবশালী একজন উপদেষ্টা। খবর সিএনএনের।

ইরানের কায়হান পত্রিকার প্রধান সম্পাদক হোসেইন শরিয়তমাদারি সতর্ক করে বলেছেন, ‘ফোরদো পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর, এখন আমাদের পালা।’ হোসেইন শরিয়তমাদানি ইরানের রক্ষণশীল কণ্ঠস্বর হিসেবে পরিচিত। অতীতে তিনি নিজেকে আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিনিধি বলে দাবি করেছেন।

সিএনএন জানিয়েছে, হরমুজ প্রণালি হচ্ছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি তেল পরিবহন রুট। এই প্রণালি দিয়ে প্রতিদিন গড়ে ২০ শতাংশ বৈশ্বিক জ্বালানি সরবরাহ হয়।

টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে শরিয়তমাদারি বলেন, ‘কোনো সংশয় বা বিলম্ব না করে প্রথম পদক্ষেপ হিসেবে আমরা অবশ্যই বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবহরে ক্ষেপণাস্ত্র হামলা চালাব এবং একযোগে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি ও ফ্রান্সের জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হবে।’