রবিবার । জুলাই ১৩, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২৩ জুন ২০২৫, ১১:১২ অপরাহ্ন
শেয়ার

আকাশসীমা বন্ধ করেছে কাতার


আকাশসীমা বন্ধ করেছে কাতার

ইরান-ইসরায়েল সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি এবং তাতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার প্রেক্ষিতে নিজেদের আকাশসীমা বন্ধ করেছে কাতার। এক ঘোষণায় সাময়িকভাবে আকাশসীমা বন্ধ করার কথা জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই সিদ্ধান্ত এমন সময়ে এসেছে, যখন ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে পাল্টা প্রতিশোধ নেওয়ার হুমকি পুনর্ব্যক্ত করেছে ইরান।

এর আগে, কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দূতাবাস তাদের নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঘরে অবস্থান করার পরামর্শ দিয়েছে। এ ছাড়া কাতারে আগামীকাল (মঙ্গলবার) সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।