বৃহস্পতিবার । জুলাই ১৭, ২০২৫
ইন্টারনাশনাল ডেস্ক আন্তর্জাতিক ২৪ জুন ২০২৫, ৩:১৪ অপরাহ্ন
শেয়ার

বিশ্লেষণ

ইরানকে ঘিরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্য ব্যর্থ


 

ইরানকে ঘিরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্য ব্যর্থ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে তাদের ঘোষিত যুদ্ধলক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলে মনে করছেন তেহরানভিত্তিক মধ্যপ্রাচ্য কৌশলগত গবেষণা কেন্দ্রের গবেষক আব্বাস আসলানি।

আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান যুদ্ধবিরতির বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে, কারণ গাজা ও লেবাননে আগের যুদ্ধবিরতির ক্ষেত্রে ইসরায়েলের অতীত রেকর্ড ভালো নয়।

“এই কারণেই তেহরান এখনো আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির বিষয়ে কিছু ঘোষণা করেনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে যদি কোনো লঙ্ঘন না ঘটে, তাহলে ইরান সম্ভবত যুদ্ধবিরতি মেনে নেবে,” বলেন আসলানি।

তিনি বলেন, এটি ইরান ও ইসরায়েল এবং তার মিত্র যুক্তরাষ্ট্রের মধ্যে একটি যুদ্ধ ছিল, যেখানে এই দুই মিত্র দেশ ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস ও ‘শাসনব্যবস্থার পরিবর্তন’-কে তাদের লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছিল। তবে তারা সেই লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।

‌‌‌‌‌“আমরা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার ঘটনা দেখেছি, কিন্তু ইরানের পারমাণবিক কর্মসূচি কেবলমাত্র স্থাপনা ও যন্ত্রপাতির মধ্যেই সীমাবদ্ধ নয়। ইরান তার পারমাণবিক উপাদানগুলো একটি নিরাপদ স্থানে স্থানান্তর করেছে এবং এর জ্ঞান ও দক্ষতা অক্ষত রয়েছে,” তিনি বলেন।

তিনি আরও যোগ করেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতাও ধ্বংস হয়নি, যার প্রমাণ সকালে ইসরায়েলের ওপর ইরানের পাল্টা আঘাত।

আসলানি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ‘গুরুত্বপূর্ণ’ আলোচনার সম্ভাবনা শিগগিরই নেই, কারণ যখন পারমাণবিক আলোচনা চলছিল, তখনই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালিয়েছে।