
ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী জানিয়েছেন, দেশের পারমাণবিক কর্মসূচির ওপর হামলার ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি মূল্যায়ন করা হচ্ছে এবং তা পুনরুদ্ধারের পরিকল্পনা নেওয়া হয়েছে।
ইরানের মেহর সংবাদ সংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে ইসলামী বলেন, “আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি এবং বর্তমানে যে অঞ্চলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, তা মূল্যায়ন করছি।”
তিনি আরও বলেন, “পুনরুদ্ধারের প্রস্তুতি আগেই বিবেচনায় নেওয়া হয়েছিল এবং আমাদের পরিকল্পনা হচ্ছে, উৎপাদন বা সেবাদানে কোনো ধরনের ব্যাঘাত যেন না ঘটে তা নিশ্চিত করা।”








































