বুধবার । জুলাই ৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২৫ জুন ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন
শেয়ার

ইসরায়েলি চর সন্দেহে ইরানে ৭০০ গ্রেপ্তার


ইসরায়েলি চর সন্দেহে ইরানে ৭০০ গ্রেপ্তার

ইসরায়েলের “গোপন চর নেটওয়ার্কের” সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইরানে এ পর্যন্ত সাত শতাধিকের অধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী। ইরানের স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ খবর জানা গেছে।

ইরানের আধা-সরকারি ফারস নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, এই গ্রেপ্তার অভিযান চালানো হয় ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান ১২ দিনের যুদ্ধ চলাকালে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েল ইরানে সামরিক হামলার পাশাপাশি একটি নজিরবিহীন গুপ্ত অভিযান পরিচালনা, যার আওতায় ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও খ্যাতনামা পরমাণু বিজ্ঞানীদের লক্ষ্য করে হত্যাকাণ্ড চালানো হয়।