ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বে দুর্দান্ত ফর্মে থাকা রিয়াল মাদ্রিদ শেষ ম্যাচে অস্ট্রিয়ান ক্লাব সালজবুর্গকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। তিন ম্যাচে সাত পয়েন্ট সংগ্রহ করে স্প্যানিশ জায়ান্টরা জায়গা করে নিয়েছে শেষ ষোলোতে।
প্রথম ম্যাচে আল-হিলালের সঙ্গে ড্র করার পর পাচুকা ও সালজবুর্গের বিপক্ষে জয় তুলে নেয় জাবি আলোনসোর দল। সালজবুর্গের বিপক্ষে ম্যাচে প্রথমার্ধে একাধিক সুযোগ মিস করলেও ৪০তম মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক বাঁ পায়ের শটে গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে তার দুর্দান্ত ব্যাকহিল পাস থেকে ফেদে ভালভার্দে ব্যবধান দ্বিগুণ করেন।
দ্বিতীয়ার্ধে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও সালজবুর্গ গোলের দেখা পায়নি। একাধিক সুযোগ পেলেও ব্যর্থ হন ডাগিমসহ ফরোয়ার্ডরা। ম্যাচের ৮৪তম মিনিটে তরুণ গঞ্জালো গার্সিয়া প্রতিপক্ষ ডিফেন্ডারকে চাপে ফেলে বল ছিনিয়ে চিপ শটে গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন।
এই জয়ে গ্রুপ শীর্ষে থাকা লস ব্লাঙ্কোসরা শেষ ষোলোতে মুখোমুখি হবে ইতালির ক্লাব জুভেন্টাসের। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২ জুলাই (শনিবার) বাংলাদেশ সময় রাত ১টায়, যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে।










































