বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান ব্যক্তিগত ও মানবিক দুই কারণে পাকিস্তান ভ্রমণের আগ্রহ প্রকাশ করেছেন। স্বামী সাইফ আলি খানের একাধিক আত্মীয়-স্বজন পাকিস্তানে বসবাস করেন, যাদের সঙ্গে কারিনা ও সাইফের নিয়মিত যোগাযোগ রয়েছে। বহুবার আমন্ত্রণ পেয়েছেন দেশটিতে যাওয়ার জন্য।
তবে শুধু পারিবারিক টানই নয়, পাকিস্তান সফরের পেছনে কারিনার রয়েছে আরও একটি মহৎ উদ্দেশ্য। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “পাকিস্তানের শিশুকন্যাদের পড়াশোনার গুরুত্ব কতটা, তা বোঝাতেই সেখানে যেতে চাই।”
কারিনার ক্যারিয়ারের শুরুতেই পাকিস্তানি চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে। তার প্রথম চলচ্চিত্র ‘রিফিউজি’তে তিনি এক পাকিস্তানি মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। এরপর ‘কুরবান’ সিনেমাতেও তাকে দেখা গেছে প্রতিবেশী দেশের নাগরিকের চরিত্রে।
সম্প্রতি দুবাই সফরে পাকিস্তানি পোশাক ডিজাইনার ফরাজ মানানের একটি অনুষ্ঠানে অংশ নেন কারিনা। অতীতেও ফরাজের ফ্যাশন ব্র্যান্ডের মডেল হিসেবে কাজ করেছেন তিনি। দুবাইয়ের সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার পর ফরাজ কিছু ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করলে তা নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়ে—বিশেষ করে ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে। তবে পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক।
সব মিলিয়ে পারিবারিক সম্পর্ক, মানবিক উপলব্ধি ও সাংস্কৃতিক সংযোগ—এই তিন কারণে পাকিস্তানে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন কারিনা কাপুর খান।