সম্প্রতি একটি টক শোতে অতিথি হয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা শেয়ার করেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সঞ্চালক জায়েদ খানের প্রশ্নের জবাবে তিশা বলেন, তিনি মা হতে চান—এটাই এখন তার সবচেয়ে বড় ইচ্ছা। তবে এই মন্তব্য সামনে আসার পরই তৈরি হয় আলোচনার ঝড়।
শনিবার (৫ জুলাই) সাংবাদিক ও নির্মাতা জাওয়াদ নির্ঝর নিজের ফেসবুক প্রোফাইলে তিনটি ছবি প্রকাশ করেন। তার দাবি, এটি নাকি তানজিন তিশার ‘সন্তান’-এর ছবি। দুটি ছবিতে তানজিন তিশাকে একটি শিশুকে কোলে নিয়ে আদর করতে দেখা যায়। আরেকটি ছবিতে দুটি শিশুকে দোলনায় বসে থাকতে দেখা গেলেও, সেখানে শিশুদের মুখ ঢেকে রাখা হয়েছে।
ছবির ক্যাপশনে নির্ঝর লেখেন, “সেলিব্রিটি হওয়ার পর মানুষ কি তার গর্ভের সন্তানকেও অস্বীকার করতে পারে?”—এই মন্তব্য ঘিরে শুরু হয় বিতর্ক। অনেকেই প্রশ্ন তুলছেন, ব্যক্তিগত জীবন নিয়ে এমন পোস্ট করা কতটা শোভনীয় কিংবা নৈতিক।
এ বিষয়ে এখনও তানজিন তিশার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি। তবে সামাজিক মাধ্যমে ছবিগুলো ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে।
অভিনেত্রী তানজিন তিশা দাবি করেছেন, তার আগের বিয়ের খবর এবং পুত্রসন্তানের খবরগুলো মিথ্যা। যে ছবিগুলো দেখছেন, সেগুলো তিশার মিডিয়ায় আসার আগে। তার সাবেক স্বামী এখন দুবাইতে বসবাস করেন। সেই ঘরে তিশার একটি পুত্রসন্তান হয়েছিল। সেই পুত্রের সঙ্গেই ছবিগুলো। তিশার সেই পুত্রসন্তানটি এখন ঢাকায় তার দাদির সঙ্গে থাকে।
তিশা সন্তান নিয়ে মিথ্যাচার করেছে দাবি করে নির্ঝর আরো লেখেন, ‘তিশা টক শোতে মিথ্যা কথা বলেছেনে। বছরখানেক আগে তানজিন তিশাকে নিয়ে স্টোরি করতে গিয়ে আমরা তার পুত্রসন্তান এবং সাবেক স্বামীকে খুঁজে বের করেছিলাম। তিশা আপনি প্রমাণ করেন, এই বাচ্চা আপনার ছিল না।
গতকাল (৪ জুলাই) জায়েদ খানের সঞ্চালনায় টক শো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন তানজিন তিশা। গতকাল শুরু হয়েছে এই টক শোর প্রথম পর্ব। যেখানে হাজির ছিলেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। কথোপকথনের এক পর্যায়ে উপস্থাপক জায়েদ খান তিশার আগামীর লক্ষ্য জানতে চাইলে তিশা বলেন, তিনি মা হতে চান। টক শোতে জায়েদ খান তিশাকে প্রশ্ন করেন, ‘পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও?’ তিশা জবাব দেন, ‘আই উইল বি আ মাদার। এর মধ্যে আমি বিয়ে করব। মা হবো।’