cosmetics-ad

এশিয়ান গেমসের থিমসং ‘অনলি ওয়ান’ গাইবে জেওয়াইজে

35a2e6vসেপ্টেম্বরে অনুষ্টিতব্য ইনছন এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড দল জেওয়াইজে থিমসং ‘অনলি ওয়ান’ গাইবে। ইনছন এশিয়ান গেমস কমিটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। এর আগে জেওয়াইজে’কে ইনছন এশিয়ান গেমসের ‘পাবলিসিটি এম্বাসাডার’ হিসেবে নিয়োগ দেয় ইনছন এশিয়ান গেমস কমিটি। উদ্বোধনী অনুষ্ঠানে কোরিয়ান পপ তারকার খাংনাম স্টাইলখ্যাত সাই ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশের শিল্পীদের পরিবেশনা থাকবে।

সেপ্টেম্বরের ১৯তারিখ থেকে শুরু হওয়া ইনছন এশিয়ান গেমস হবে কোরিয়ায় অনুষ্ঠিত তৃতীয় এশিয়ান গেমস। এর আগে সিউলে ১৯৮৬ সালে এবং বুসানে ২০০২সালে এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানিয়েছে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া’র সদস্য রাষ্ট্র ৪৫টি দেশ থেকে খেলোয়াড়রা প্রতিযোগিতায় অংশ নিবেন।