বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৮ জুলাই ২০২৫, ১:০১ অপরাহ্ন
শেয়ার

আকুর বিল পরিশোধের পর কমলো দেশের রিজার্ভ


তিন বছরের মধ্যে সর্বোচ্চ আকু বিল পরিশোধ কবরে বাংলাদেশএশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর কমেছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

জানা গেছে, আকুর দায় শোধের পর রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯ হাজার ৫২৯ দশমিক ৩১ মিলিয়ন ডলারে, যা ২৯ দশমিক ৫২ বিলিয়ন ডলারের সমপরিমাণ। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, গত সোমবার (৭ জুলাই) আকুর বিল হিসেবে পরিশোধ করা হয়েছে ২ হাজার ১৯ দশমিক ৪৫ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় ২ দশমিক ০১ বিলিয়ন ডলার।

এই পরিশোধের পর, ৭ জুলাই পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ বা মোট রিজার্ভ দাঁড়িয়েছে ২৯ হাজার ৫২৯ দশমিক ৩১ মিলিয়ন মার্কিন ডলার।

তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, এই রিজার্ভের পরিমাণ এখন ২৪ হাজার ৪৫৮ দশমিক ৯৩ মিলিয়ন ডলার।

এর আগে, ২ জুলাই পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩১ হাজার ৭১৭ দশমিক ৭৬ মিলিয়ন ডলার। ওইদিন আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভ ছিল ২৬ হাজার ৬৮৬ দশমিক ৯০ মিলিয়ন ডলার।

উল্লেখ্য, নিট রিজার্ভ বা প্রকৃত রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুসারে। এই পদ্ধতিতে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বিয়োগ করে নিট রিজার্ভ নির্ধারণ করা হয়।