বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ৮ জুলাই ২০২৫, ৩:২৮ অপরাহ্ন
শেয়ার

ইতিহাস গড়ার হাতছানি নিয়ে বোলিংয়ে বাংলাদেশ


ইতিহাস গড়ার হাতছানি নিয়ে বোলিংয়ে বাংলাদেশ

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতা চলছে। মঙ্গলবার (৮ জুলাই) সিরিজ নির্ধারনী ম্যাচ স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার পাল্লেকেলেতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা।

শ্রীলঙ্কার মটিতে এখনো ওয়ানডে সিরিজ জেতা হয়নি টাইগারদের। এর আগে দুই বার ড্র হয়েছে। ফলে এক ইতিহাসের হাতছানিও আছে বাংলাদেশের সামনে।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে এক পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। বাদ পড়েছেন পেসার হাসান মাহমুদ। তার জায়গায় একাদশে এসেছেন তাসকিন আহমেদ। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে শ্রীলঙ্কা।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম ও তাসকিন আহমেদ।

শ্রীলঙ্কার একাদশ: নিশান মাদুশকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, দুষ্মন্ত চামিরা ও আসিথা ফার্নান্দো।