Search
Close this search box.
Search
Close this search box.

দক্ষিণ কোরিয়ার অনশনরত এক বাবাকে হাসপাতালে ভর্তি

দক্ষিণ কোরিয়ার মর্মান্তিক ফেরি ডুবির ঘটনায় প্রাণ হারানো এক স্কুল শিক্ষার্থীর অনশনরত বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ফেরি ডুবির ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে টানা ৪০ দিন অনশন চালিয়ে যাওয়ায় অস্স্থু হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

PYH2014082200890031500_P2ফেরি ডুবির ঘটনায় প্রাণ হারানো শিক্ষার্থীদের পরিবারের মুখপাত্র পার্ক ইয়ং-উ সাংবাদিকদের বলেন, কিম ইয়ং-ওকে সিউলের কেন্দ্রিয় গোয়াংওয়ামুন স্কয়ার থেকে হাসপাতালে পাঠানো হয়েছে। গত এপ্রিলে সেউল নামের ফেরি ডুবে যাওয়ায় তিনি তার ১৬ বছরের মেয়েকে হারান।

chardike-ad

মুখপাত্র জানান, আজ সকালে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটলে তাকে হাসপাতালে নেয়া হয়। যদিও তিনি দাবি আদায়ে তার অনশন অব্যাহত রাখার ব্যাপাওে পীড়াপীড়ি করেন ।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলীয় উপকূলে ওই মর্মান্তিক ফেরি ডুবির ঘটনায় প্রাণ ৩শ’ জনের প্রাণহানি ঘটে। এদের বেশীর ভাগই শিক্ষার্থী ছিল।