মঙ্গলবার । ডিসেম্বর ১৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ১০ জুলাই ২০২৫, ৩:৫৬ অপরাহ্ন
শেয়ার

দেশে ফিরেছেন লিবিয়ায় জিম্মি দুই বাংলাদেশি: পিবিআই


দেশে ফিরেছেন লিবিয়ায় জিম্মি দুই বাংলাদেশি: পিবিআইলিবিয়ার ত্রিপোলিতে অজ্ঞাতনামা অপহরণকারীদের হাতে অপহৃত হয়েছিলেন আলমগীর হোসেন ও সিরাজ উদ্দিন নামের দুই প্রবাসী বাংলাদেশি। ৪২ দিনের জিম্মি দশা থেকে উদ্ধার হওয়ার পর তাদের দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) সংস্থাটির ঢাকা মেট্রো উত্তরের কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে এ বিষয়ে বিস্তারিত জানান পিবিআই ঢাকা উত্তরের অতিরিক্ত ডিআইজি এনায়েত হোসেন মান্নান।

তিনি জানান, আলমগীর ও সিরাজ লিবিয়ার ত্রিপোলির জমাজৈতনে একটি ওয়ার্কশপে কাজ করতেন। এ অবস্থায় তাদের অপহরণ করে অজ্ঞাতনামা অপহরণকারীরা। এরপর ইমো অ্যাপের মাধ্যমে দুজনকে নির্যাতনের ভিডিও পাঠিয়ে তাদের পরিবারের কাছে ২২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে অপহরণকারীদের কাছে দেড় লাখ টাকা পাঠায় ভিকটিমের পরিবার।

এ সময় রাজশাহী থেকে রাসেল নামে একজনকে গ্রেফতার করা হয়। রাসেলের স্বজনরা লিবিয়ায় থেকে এ অপরাধের সঙ্গে জড়িত বলে জানায় পিবিআই। কিন্তু রাসেলের গ্রেফতারের পরও নির্যাতন বন্ধ না হওয়ায় আরও ৪ লাখ টাকা অপহরণকারীদের কাছে পাঠানো হয়।

এরপর লিবিয়ায় অপহরণকারী চক্রের সঙ্গে জড়িত অভিযোগে বাগেরহাটের মোড়লগঞ্জ থেকে মিন্টু ফরাজীকে গ্রেফতার করে পিবিআই। একপর্যায়ে অপহৃত আলমগীর ও সিরাজকে এক জায়গায় ফেলে চলে যায় অপহরণকারীরা। পরে পিবিআই বিভিন্ন সংস্থার সাথে যোগায়োগ করে ভিকটিমদের দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয় বলে জানান এনায়েত হোসেন মান্নান।

এর আগে, লিবিয়ায় মানবপাচারের শিকার হয়ে নয় মাস ধরে নির্যাতনের শিকার হওয়া দুই বাংলাদেশি বুধবার (৯ জুলাই) ভোরে দেশে ফেরেন। সেই দুই বাংলাদেশি হলেন– ঝিনাইদহের মতিউর রহমান সাগর ও কুষ্টিয়ার তানজির শেখ।

লিবিয়ায় মাফিয়া চক্রের ফাঁদে পড়া আরও ১৬২ জন বাংলাদেশি বুধবার দেশে ফেরেন। ভুক্তভোগীরা জানান, তারা কর্মসংস্থানের জন্য লিবিয়া গিয়েছিলেন। কিন্তু সেখানে কাজ না মেলায় দালালরা ইউরোপে পাঠানোর প্রলোভন দেখায়। পরে তাদের দেশটির বিভিন্ন জায়গায় আটকে রেখে নির্যাতন করা হয়।