
যুক্তরাষ্ট্র ও ভারত একটি অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির পথে এগোচ্ছে, যার ফলে ভারতীয় পণ্যে শুল্কহার ২০ শতাংশের নিচে নামতে পারে বলে ব্লুমর্গেরেএক প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, দুই দেশের মধ্যে আলোচনা এখনো গোপনে চলছে। অন্তর্বর্তী এই চুক্তি কার্যকর হলে দ্বিপাক্ষিক আলোচনা অব্যাহত রাখা যাবে বলে আশা করা হচ্ছে।
ভারতের কর্মকর্তারা আশাবাদী, দেশটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণার আওতায় পড়বে না। ট্রাম্প গত সপ্তাহে ‘ট্রুথ সোশ্যাল’-এ ২২টি দেশের জন্য নতুন শুল্কহার প্রকাশ করেন। তবে ভারত এতে অন্তর্ভুক্ত নয় বলে ধারণা করা হচ্ছে।
চলতি বছরের ২ এপ্রিল ট্রাম্প পাল্টা শুল্ক আরোপের যে ঘোষণা দেন, তাতে ভারতীয় পণ্যের ওপর শুল্কহার নির্ধারিত হয়েছিল ২৬ শতাংশ। তবে আসন্ন চুক্তির আওতায় হারটি ২০ শতাংশের নিচে নামলে, তা হবে ভারতের জন্য কূটনৈতিক সফলতা বলে মনে করছেন বিশ্লেষকরা।
এ বিষয়ে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়, হোয়াইট হাউস কিংবা যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে ইকোনমিক টাইমস।





































