বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ১৫ জুলাই ২০২৫, ৩:১৩ অপরাহ্ন
শেয়ার

থিয়ানচৌ-৯ মহাকাশযানের সফল উৎক্ষেপণ করলো চীন


চীনের থিয়ানচৌ-৯ মহাকাশযান

চীনের থিয়ানচৌ-৯ কার্গো মহাকাশযান সফলভাবে থিয়ানকং মহাকাশ স্টেশনে পৌঁছেছে। মঙ্গলবার বেইজিং সময় ভোর ৫টা৩৪ মিনিটে হাইনান প্রদেশের ওয়েনছাং উৎক্ষেপণ কেন্দ্র থেকে এটি উৎক্ষেপণ করা হয়।

উৎক্ষেপণ কেন্দ্র থেকে জানানো হয়, লং মার্চ-৭ বাহক রকেটের ফ্লাইট ডেটা এবং বেইজিং অ্যারোস্পেস ফ্লাইট কন্ট্রোল সেন্টারের পর্যবেক্ষণ অনুযায়ী থিয়ানচৌ-৯ নির্ধারিত কক্ষপথে সঠিকভাবে প্রবেশ করেছে, সৌর প্যানেল সঠিকভাবে খুলেছে এবং মহাকাশযানটি স্বাভাবিকভাবে কাজ করছে।

থিয়ানচৌ-৯ কার্গোযানটি প্রায় সাড়ে ছয় টন সরঞ্জাম বহন করছে, যার মধ্যে রয়েছে শেনচৌ২০ ও শেনচৌ-২১ মিশনের মহাকাশচারীদের ব্যবহারের সামগ্রী, জ্বালানি ও পরীক্ষামূলক যন্ত্রপাতি।