রবিবার । ডিসেম্বর ২১, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৩০ জুলাই ২০২৫, ৯:০২ পূর্বাহ্ন
শেয়ার

রাশিয়ার উপকূলে ৮.৮ মাত্রার ভূমিকম্প, কয়েক দেশে সুনামির সতর্কতা


russia-earth-quake

ছবি: রয়টার্স

রাশিয়ার পূর্ব উপকূলীয় কামচাটকা উপদ্বীপে ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পরপরই রাশিয়া, জাপান, যুক্তরাষ্ট্র, হাওয়াই, গুয়ামসহ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একাধিক দেশে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, মঙ্গলবার ভোরে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে প্রায় ১২৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ভূপৃষ্ঠের ১৯ কিলোমিটার গভীরে।

রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের বরাতে দেশটির তাস নিউজ এজেন্সি জানায়, ভূমিকম্পের ফলে উপকূলীয় কিছু এলাকায় ৩ থেকে ৪ মিটার উচ্চতার সুনামি ঢেউ দেখা গেছে। এতে বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় স্কুল, হাসপাতালসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো খালি করে ফেলা হয়েছে।

এদিকে জাপানে হোক্কাইডো থেকে কিউশু পর্যন্ত উপকূলজুড়ে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। জনসাধারণকে উপকূলীয় এলাকা ত্যাগ করে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, উপকূলে ৩ মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে।

সতর্ক অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় উপকূলও। আলাস্কার কিছু অংশ, হাওয়াই দ্বীপপুঞ্জ এবং গুয়ামে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। হাওয়াইয়ের রাজধানী হনলুলুর জরুরি ব্যবস্থাপনা বিভাগ সামাজিক যোগাযোগ মাধ্যমে বাসিন্দাদের উদ্দেশ্যে জানিয়েছে, “ধ্বংসাত্মক সুনামির ঢেউ প্রত্যাশিত। অনতিবিলম্বে প্রয়োজনীয় নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণ করুন।”

বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর একটি। ভূমিকম্পের পর একাধিক আফটারশক অনুভূত হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো।