রবিবার । ডিসেম্বর ২১, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ৩০ জুলাই ২০২৫, ১:২১ অপরাহ্ন
শেয়ার

মানুষ-বাঘ সংঘাত এড়াতে চীন ও রাশিয়ার নতুন আচরণবিধি


চীন ও রাশিয়ার নতুন আচরণবিধি

১৫তম আন্তর্জাতিক বাঘ দিবস উপলক্ষে চীন-রাশিয়ান যৌথ গবেষণাগার মানুষ-বাঘ সংঘাত কমানোর জন্য একটি আচরণবিধি প্রকাশ করেছে। চীনের উত্তর-পূর্ব বনবিদ্যা বিশ্ববিদ্যালয়ের আমুর বাঘ সংরক্ষণের জন্য এই আচরণবিধি প্রকাশ করা হয়।

এই গুরুত্বপূর্ণ উদ্যোগের ফলে উত্তর-পূর্ব চীনে মানুষ এবং আমুর বাঘ উভয়ই নিরাপদে থাকতে পারবে। এটি তাদের একসঙ্গে শান্তিপূর্ণভাবে জীবনযাপনের জন্য বৈজ্ঞানিক পথ দেখাবে।

চীনের বন বিভাগের গবেষক কু চিয়াইন বলেন, বাঘ সংরক্ষণের জন্য তৈরি করা এই নতুন নিয়মগুলো উত্তর-পূর্ব চীনের বাস্তব পরিস্থিতি মাথায় রেখে তৈরি করা হয়েছে। এই নিয়মগুলো মানুষ ও বাঘের মধ্যে ঝামেলা এড়াতে সাহায্য করবে।

এই আচরণবিধি প্রকাশ আমুর বাঘ সংরক্ষণে আন্তর্জাতিক সহযোগিতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত এবং মানব-বন্যপ্রাণী সহাবস্থানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

২০২৪ সালে প্রতিষ্ঠিত আমুর বাঘ সংরক্ষণের জন্য চীন-রাশিয়ান যৌথ গবেষণাগারটি চীনের জাতীয় বন ও তৃণভূমি প্রশাসনের ফেলাইন গবেষণা কেন্দ্র এবং রাশিয়ান একাডেমি অফ সায়েন্সেসের ইনস্টিটিউট অফ ইকোলজি অ্যান্ড ইভোলিউশন এ.এন. সেভার্টসভ-এর সহযোগিতায় গড়ে উঠেছে।