রবিবার । ডিসেম্বর ২১, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৩০ জুলাই ২০২৫, ৭:৪৪ অপরাহ্ন
শেয়ার

ট্রাম্পের ঘোষণা: ভারতের ওপর ২৫% শুল্ক, রাশিয়া থেকে অস্ত্র-জ্বালানি ক্রয়ে জরিমানা



আগামী ১ আগস্ট থেকে ভারতকে ২৫ শতাংশ আমদানি শুল্ক দিতে হবে—এমনটাই ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে রাশিয়া থেকে জ্বালানি ও সামরিক অস্ত্র কেনার জন্য ভারতকে ‘অতিরিক্ত জরিমানা’ গুণতে হবে বলে জানিয়েছেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প বলেন, “মনে রাখবেন, ভারত আমাদের বন্ধু হলেও, বছরের পর বছর তাদের সঙ্গে আমাদের বাণিজ্য তুলনামূলকভাবে কম ছিল। কারণ, তাদের শুল্ক হার অত্যন্ত বেশি এবং তাদের রয়েছে সবচেয়ে কঠিন ও জটিল বাণিজ্য প্রতিবন্ধকতা।”

তিনি আরও বলেন, “ভারত সবসময় রাশিয়া থেকেই অধিকাংশ সামরিক সরঞ্জাম কিনেছে এবং চীনসহ রাশিয়ার অন্যতম প্রধান জ্বালানি ক্রেতা। এমন এক সময়ে, যখন সবাই রাশিয়াকে ইউক্রেনে হত্যা থামাতে বলছে—এটা একেবারেই গ্রহণযোগ্য নয়! তাই ভারতকে ১ আগস্ট থেকে ২৫ শতাংশ শুল্ক, সঙ্গে অতিরিক্ত জরিমানা দিতে হবে। এ বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।

মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক জানিয়েছেন, ট্রাম্পের ঘোষিত পাল্টা শুল্ক আগামী ১ আগস্ট ২০২৫ থেকে কার্যকর হবে এবং এতে আর কোনো সময় বৃদ্ধি বা ছাড় দেওয়া হবে না। তার ভাষায়, “কোনো বাড়তি সময় নয়, ১ আগস্ট থেকে শুল্ক কার্যকর হবে। কাস্টমস তখন থেকেই টাকা আদায় শুরু করবে।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির কথা ঘোষণা হলেও এখনো কোনো অস্থায়ী চুক্তি চূড়ান্ত হয়নি। এখন পর্যন্ত পাঁচ দফা আলোচনা হয়েছে এবং আগস্টের শেষদিকে ভারতে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দলের আসার কথা রয়েছে ষষ্ঠ দফার বৈঠকের জন্য।

গতকাল ট্রাম্প আভাস দিয়েছিলেন, চুক্তি না হওয়ায় ভারতকে ২০ থেকে ২৫ শতাংশ শুল্ক দিতে হতে পারে। তবে রয়টার্স জানায়, ভারত সরকারের কর্মকর্তারা বলছেন—আগামী ১ আগস্ট থেকে শুল্ক কার্যকর হলেও তা হতে পারে ‘অস্থায়ী’। কারণ, মধ্যেই চূড়ান্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করার আলোচনা এখনও চলছে।

ট্রাম্প অনেকবারই ভারতকে মার্কিন পণ্যের বাজারে প্রবেশাধিকার দিতে বলেছেন, তবে কৃষি ও দুগ্ধ খাতেই মূল বিরোধ রয়ে গেছে। এই দুটি খাত নিয়ে ভারত কঠোর অবস্থানে রয়েছে এবং আপাতত বাজার উন্মুক্ত করতে রাজি নয়।