রবিবার । ডিসেম্বর ২১, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৩১ জুলাই ২০২৫, ১০:০১ পূর্বাহ্ন
শেয়ার

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ১০৪ ফিলিস্তিনি নিহত


ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর দিনভর হামলায় অন্তত ১০৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ৩৯৯ জন। বুধবার (৩০ জুলাই) সন্ধ্যার পর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর বিবিসি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি বাহিনীর অভিযানে এ পর্যন্ত গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ১৩৮ জনে, আহত হয়েছেন ১ লাখ ৪৬ হাজার ২০০ জনেরও বেশি।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। ওইদিন প্রায় ১ হাজার ২০০ জনকে হত্যা এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায় তারা। এর পরদিন থেকেই গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল।

যুক্তরাষ্ট্রসহ মধ্যস্থতাকারী দেশগুলোর চাপে গত ১৯ জানুয়ারি সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল, তবে তা দীর্ঘস্থায়ী হয়নি। চলতি বছরের ১৮ মার্চ থেকে ফের শুরু হওয়া দ্বিতীয় দফার অভিযানে গত চার মাসে আরও ৮ হাজার ৯৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন প্রায় ৩৪ হাজার ২২৮ জন।

জিম্মি ২৫১ জনের মধ্যে এখনো অন্তত ৩৫ জন জীবিত রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ জানিয়েছে, তারা সামরিক অভিযানের মাধ্যমে জিম্মিদের উদ্ধারে কাজ করছে।

এদিকে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় গাজায় মানবিক সংকট বন্ধে বারবার আহ্বান জানালেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামাসকে সম্পূর্ণ নির্মূল না করা পর্যন্ত অভিযান চলবে। ইতোমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতেও মামলা হয়েছে।