রবিবার । ডিসেম্বর ২১, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১ অগাস্ট ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন
শেয়ার

গাজায় ফিলিস্তিনি ক্ষুধার্ত শিশুর প্রতি ইসরায়েলি নির্মমতা


gaza-childrean

ত্রাণ নেওয়ার পর ধন্যবাদ জানায় ফিলিস্তিনি শিশু আমির

গাজার দক্ষিণাঞ্চলে ত্রাণ নেওয়ার কয়েক মুহূর্ত পরই ইসরায়েলি সেনাদের গুলিতে ১২ কিলোমিটার হেঁটে আসা এক কিশোর নিহত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) সাবেক কর্মকর্তা অ্যান্থনি অ্যাগুইলা। নিহত শিশুটির নাম ছিল আমির। খবর দিয়েছে মিডল ইস্ট আই।

সাবেক মার্কিন সেনা সদস্য ও জিএইচএফ-এর সাবেক এই কর্মকর্তা অ্যান্থনি অ্যাগুইলা সম্প্রতি এক পডকাস্টে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি জানান, গত ২৮ মে গাজার দক্ষিণে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন তিনি। সেদিন একটি ছেঁড়া পোশাক পরা, খালি পায়ে হেঁটে আসা দুর্বল শিশুকে ত্রাণ নিতে আসতে দেখেন তিনি। শিশুটি ছিল কঙ্কালসার আর রুগ্ন, তার নাম ছিল আমির।

অ্যাগুইলা বলেন, “আমির ত্রাণ নেওয়ার পর খাবারগুলো মাটিতে নামিয়ে রাখে। আমি তখন হাঁটু গেড়ে বসেছিলাম। সে তার ছোট, কঙ্কালসার দুটি হাত দিয়ে আমার গাল ছুঁয়ে চুমু দেয়। তারপর ইংরেজিতে বলে ‘থ্যাংক ইউ’। এরপর সে খাবার নিয়ে চলে যেতে শুরু করে।”

কিন্তু যাওয়ার সময়েই ঘটে মর্মান্তিক ঘটনা। অ্যাগুইলার ভাষ্য, “আমিরকে লক্ষ্য করে তখন ইসরায়েলি সেনারা পিপার স্প্রে, টিয়ার গ্যাস, স্টান গ্রেনেড ও গুলি ছোড়ে। ভয় পেয়ে সে দৌড় দেয়। তারপরই সেনারা পুরো ভিড় লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। অনেকেই গুলিবিদ্ধ হয়। আমিরও তাদের মধ্যে একজন।”

গেল মে মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সমর্থিত ত্রাণ সংস্থা ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ (জিএইচএফ) তাদের কার্যক্রম শুরু করে। তবে শুরু থেকেই এই ফাউন্ডেশন এবং এর ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোকে ঘিরে বিতর্ক তৈরি হয়। অভিযোগ রয়েছে, এসব কেন্দ্র থেকে ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে এখন পর্যন্ত ১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।