রবিবার । ডিসেম্বর ২১, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২ অগাস্ট ২০২৫, ১:৩৯ অপরাহ্ন
শেয়ার

শুল্কযুদ্ধ বা বাণিজ্যযুদ্ধের কোনো বিজয়ী নেই: চীন


শুল্কযুদ্ধ বা বাণিজ্যযুদ্ধের কোনো বিজয়ী নেই

শুল্কযুদ্ধ বা বাণিজ্যযুদ্ধ কারও উপকারে আসে না বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুয়ো চিয়াখুন। শুক্রবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

কুয়ো চিয়াখুন বলেন, ‘শুল্ক নিয়ে চীনের অবস্থান সবসময়ই সুস্পষ্ট ও একমুখী। শুল্কযুদ্ধ বা বাণিজ্যযুদ্ধের কোনো বিজয়ী নেই।

তিনি আরও বলেন, চীন আন্তর্জাতিক বাণিজ্যে ন্যায্যতা ও উন্মুক্ত সহযোগিতাকে গুরুত্ব দেয় এবং একতরফা শুল্ক বৃদ্ধিকে সবার জন্য ক্ষতিকর বলে মনে করে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ৬৯টি বাণিজ্য অংশীদারের ওপর শুল্কহার আরও বাড়ানোর নির্দেশ দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদেশ অনুযায়ী, কিছু নির্দিষ্ট অংশীদারের পণ্যের ওপর অতিরিক্ত মূল্যভিত্তিক শুল্ক আরোপ করা হয়েছে, যার হার বেশিরভাগ ক্ষেত্রেই ১০ শতাংশ থেকে ৪০ শতাংশ পর্যন্ত।