Search
Close this search box.
Search
Close this search box.

কোরিয়ায় আবাসন ও মোটরযান কর দ্বিগুণ হচ্ছে

দক্ষিণ কোরিয়ায় আগামী দুই থেকে তিন বছরের মধ্যে আবাসন ও যানবাহনের উপর কর দুই থেকে চারগুণ পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে। কোরিয়া সরকারের তরফে শুক্রবার এমন পরিকল্পনার কথা জানানো হয়েছে।

20140907-cars_afp (Custom)নিরাপত্তা ও লোকপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রস্তাবিত এ করবৃদ্ধির বিষয়ে সংশোধিত আইনের একটি খসড়া আগামী সপ্তাহে প্রকাশ করা হতে পারে। মন্ত্রণালয় বলছে সরকারের জনকল্যাণ ও নিরাপত্তা তহবিল সচল রাখতে এক দশকেরও বেশী সময় ধরে অপরিবর্তিত এসব করের পরিমাণ বৃদ্ধি ‘অনিবার্য’ হয়ে পড়েছে।

chardike-ad

প্রস্তাবনা অনুসারে বর্তমান আবাসন কর ৪, ৬২০ উওন থেকে বেড়ে অবস্থানভেদে ১০ হাজার থেকে ২০ হাজার উওন হতে পারে। এছাড়া বানিজ্যিক গাড়ি, বাস ও ট্রাকের কর ২০১৭ সাল পর্যন্ত পর্যায়ক্রমে বাড়িয়ে দ্বিগুণ করা হবে। এক টনের কম ধারণক্ষমতা সম্পন্ন ট্রাকের বার্ষিক কর বর্তমান ৬ হাজার ৬০০ উওন থেকে বৃদ্ধি করে ১০ হাজার উওন পর্যন্ত করা হতে পারে। তবে ব্যাক্তিগত গাড়ি ও যানবাহন আপাতত করবৃদ্ধির আওতামুক্ত থাকবে।