রবিবার । ডিসেম্বর ২১, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১৮ অগাস্ট ২০২৫, ৯:১৭ পূর্বাহ্ন
শেয়ার

নিউইয়র্কে ক্লাবে বন্দুকধারীর হামলা, নিহত ৩


newyork-shooting

ঘটনাস্থল ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে একটি ক্লাবে বন্দুকধারীর গুলিতে অন্তত তিন জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও আট জন।

রোববার (১৭ আগস্ট) ভোরে ক্রাউন হাইটস এলাকার ফ্র্যাঙ্কলিন অ্যাভিনিউর ‘টেস্ট অফ দ্য সিটি লাউঞ্জ’-এ এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে ৩৬টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে দু’জনের বয়স যথাক্রমে ২৭ ও ৩৫ বছর। আরেকজনের পরিচয় এখনো জানা যায়নি।

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে, হামলার সঙ্গে জড়িতদের এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

ঘটনার পর প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, তদন্তকারীরা ক্লাবের ভেতরে কাজ করছেন। মেঝেতে রক্তের দাগ ও ভাঙা কাঁচ ছড়িয়ে থাকতে দেখা যায়।

নিউ ইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ এ ঘটনাকে ‘ভয়াবহ’ ও ‘অসঙ্গতিপূর্ণ’ বলে মন্তব্য করেছেন। তিনি জানান, সম্প্রতি নিউ ইয়র্কে গুলিবর্ষণের ঘটনা তুলনামূলকভাবে কমেছে।

এদিকে, পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত শহরে ৪১২টি গুলিবর্ষণের ঘটনা এবং ৪৮৯ জন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা রেকর্ড করা হয়েছে।