রবিবার । ডিসেম্বর ২১, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ১৮ অগাস্ট ২০২৫, ৩:০৬ অপরাহ্ন
শেয়ার

২৮ ডিসেম্বর শুরু মিয়ানমারের ‘প্রশ্নবিদ্ধ’ নির্বাচন


Myanmar

২৮ ডিসেম্বর মিয়ানমারে নির্বাচন শুরু হবে বলে জানিয়েছে দেশটির ক্ষমতাসীন সামরিক জান্তা সরকার। সোমবার জানিয়েছে তাদের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

মিয়ানমারের ইউনিয়ন নির্বাচন কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘প্রতিটি সংসদের জন্য বহুদলীয় গণতান্ত্রিক সাধারণ নির্বাচনের প্রথম ধাপ রোববার ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখে শুরু হবে।’ ‘পরবর্তী ধাপগুলোর তারিখ পরে ঘোষণা করা হবে।’

এদিকে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এই নির্বাচন নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন এবং ইতোমধ্যে বিরোধী দলগুলো এটি বয়কটের ঘোষণা দিয়েছে। শুরুর আগেই প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে মিয়ানমারের নির্বাচন।