রবিবার । ডিসেম্বর ২১, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ১৮ অগাস্ট ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন
শেয়ার

ওয়াশিংটনে বৈঠকের জন্য আসতে শুরু করেছেন ইউরোপিয়ান নেতারা


Starmar

ইউক্রেন-রাশিয়া ইস্যুতে বৈঠকের জন্য ওয়াশিংটনে পৌঁছেছেন বৃটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার

ইউরোপীয় ইউনিয়ন ও নেটোর নেতাদের সাথে ডোনাল্ড ট্রাম্প আর ভলোদিমির জেলেনস্কির সাথে হোয়াইট হাউজে বৈঠকের আগে ওয়াশিংটনে পৌঁছাতে শুরু করেছে ইউরোপিয়ান নেতারা।

এরই মধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ওয়াশিংটনে পৌঁছেছেন। ইতালি, জার্মানি, ফ্রান্স ও ফিনল্যান্ডের শীর্ষ নেতাদেরও এই বৈঠকে যোগ দেয়ার কথা রয়েছে। খবর বিবিসির।

হোয়াইট হাউজের ওয়েস্ট উইংয়ে হতে যাওয়া এই বৈঠকের আগে ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন যে, “আমরা এর আগে কখনো একসাথে এতজন ইউরোপিয়ান নেতাকে একসাথে পাইনি। আমেরিকার জন্য এটি বিশাল সম্মানের বিষয়। দেখা যাক ফলাফল কী দাঁড়ায়।”

যুক্তরাষ্ট্র সময় দুপুর একটায় (বাংলাদেশ সময় রাত ১১টা) দিকে শুরু হতে যাওয়া ঐ বৈঠকের আগে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট ও ইউরোপীয় ইউনিয়ন কমিশন প্রেসিডেন্টের সাথে ভলোদিমির জেলেনস্কি ‘প্রস্তুতিমূলক বৈঠক’ করছেন বলেও জানা যাচ্ছে।

ওয়াশিংটনে যখন এই বৈঠকের প্রস্তুতি চলছে তখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার কূটনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে জানা যাচ্ছে। এরই মধ্যে তিনি ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, তাজিকিস্তানের প্রেসিডেন্ট ও ভারতের প্রধানমন্ত্রীর সাথে ফোনে কথা বলেছেন বলে জানা যাচ্ছে।

অন্যদিকে এই সময়ে ইউক্রেনের কয়কেটি জায়গায় রাশিয়ার হামলায় অন্তত সাতজন মারা গেছে বলেও জানা যাচ্ছে।