Search
Close this search box.
Search
Close this search box.

সমালোচনার মুখে ছুসক বোনাস ফিরিয়ে দিলেন কোরিয়ান সাংসদ

সমালোচনার মুখে ছুসক বোনাস ফিরিয়ে দিয়েছেন দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন দল স্যানুরী পার্টির একজন সাংসদ। লি জুং হিউন নামের ওই সাংসদ সোমবার ইনছনে দলের সর্বোচ্চ পরিষদের এক বৈঠকে বোনাস ফিরিয়ে দেয়ার এ ঘোষণা দেন।

গত নির্বাচনে জয়লাভের পর নিজ নির্বাচনী এলাকার বাসিন্দাদের উদ্দেশ্যে হাত নেড়ে ধন্যবাদ দিচ্ছেন সাংসদ লি জুং হিউন (ফাইল ফটো)
গত নির্বাচনে জয়লাভের পর নিজ নির্বাচনী এলাকার বাসিন্দাদের উদ্দেশ্যে হাত নেড়ে ধন্যবাদ দিচ্ছেন সাংসদ লি জুং হিউন (ফাইল ফটো)

ছুসক উপলক্ষে কোরিয়ান সংসদের প্রত্যেক সদস্য এবার ৩৮ লাখ উওন করে বোনাস পেয়েছেন। তবে সেওল ফেরী দুর্ঘটনার তদন্ত কমিশন গঠন নিয়ে দ্বিধাবিভক্ত সংসদে বোনাস প্রদানের বিষয়টি খুব ভালো চোখে দেখছেন না সাধারন কোরিয়ানরা। ‘একটি সামান্য বিল পাস করার যোগ্যতা যারা রাখেন না তাঁরা বোনাস নেন কেন?’ এমন প্রশ্ন করছেন কেউ কেউ। সাংসদদের ‘নির্লজ্জ অকর্মা’ হিসেবেও অভিহিত করেন অনেকে।

chardike-ad

এহেন কড়া সমালোচনার মুখে এই বোনাস নেয়া তাঁর পক্ষে সম্ভব নয় বলে  লি জানান, “ছুসকের ছুটিতে খুবই বাজে কিছু মন্তব্য আমার কানে এসেছে। এতো কথার পর আমি কোনভাবেই এ অর্থ নিতে পারি না।”

লির এমন ঘোষণার পর বাকিরা কি করেন তাই এখন দেখার বিষয়।