রবিবার । ডিসেম্বর ২১, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২২ অগাস্ট ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন
শেয়ার

চীনে ক্যাম্পিং সাইটে আকস্মিক বন্যায় ১২ জনের মৃত্যু


camping site

চীনের ইননার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলে একটি ক্যাম্পিং সাইটে আকস্মিক বন্যায় ১২ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকর্মীরা জীবিতদের খোঁজে ব্যাপক অনুসন্ধান চালিয়েছিলেন। তবে দুর্গম এলাকা এবং আকস্মিক বন্যার কারণে উদ্ধারকাজ বেশ কঠিন ছিল। এ ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে।

ঘটনা এড়াতে বন্য ক্যাম্পিং সাইটগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।