শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ২৩ অগাস্ট ২০২৫, ৩:৪৬ অপরাহ্ন
শেয়ার

নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিন মারা গেছেন


Alamgir Mohiuddin

আলমগীর মহিউদ্দিন ।। ছবি: নয়া দিগন্তের সৌজন্যে

দৈনিক নয়া দিগন্তের সাবেক সম্পাদক সিনিয়র সাংবাদিক আলমগীর মহিউদ্দিন (৮৩) মারা গেছেন (ইন্নালিল্লাহে ওয়া…রাজিউন)। শনিবার (২৩ আগস্ট) দুপুর দেড়টায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর আনোয়ার খান মর্ডান হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন সাংবাদিক আলমগীর মহিউদ্দিন। চিকিৎসকরা জানিয়েছেন, তার দেহে খনিজ অসমতা, সোডিয়াম, ক্লোরিন, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম ও পটাসিয়ামের মতো এক বা একাধিক খনিজের মাত্রাতিরিক্ত উপস্থিতি অথবা ঘাটতি দেখা দেয়। পাশাপাশি তার ইউরিন, শ্বাসকষ্ট, ব্লাড প্রেসার ওঠানামাসহ নানাবিধ সমস্যা ছিল।

উল্লেখ্য, গত ৩০ মে বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আলমগীর মহিউদ্দিন। সে সময় তাকে রাজধানীর আনোয়ার খান হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হলে কয়েকদিন পর তাকে বাসায় নেওয়া হয়। গত সপ্তাহে তিনি আবার অসুস্থ হয়ে পড়লে আবারও একই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (শনিবার) মারা যান তিনি।