উত্তর কোরিয়ার একটি টহল জাহাজ আজ(শুক্রবার) দক্ষিণ কোরিয়ার পানি সীমায় অনুপ্রবেশ করেছে। দক্ষিণ কোরিয়ার সীমান্তের ভেতরে ঢোকার পর দেশটির নৌ বাহিনী সতর্কতামূলক গুলি ছুড়লে উত্তর কোরিয়ার টহল জাহাজটি নিজ এলাকায় ফিরে যায়।

north পিত সাগরের বিরোধপূর্ণ পানি সীমায় এ ঘটনা ঘটেছে এবং স্থানীয় সময়ে দুপুরে জাহাজটি দক্ষিণ কোরিয়ার সীমান্তের ০.৯ কিলোমিটার ভেতরে ঢুকেছিল। সিউলের এক মুখপাত্র জানান, এ সময়ে দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর একটি জাহাজ লাউডস্পিকারে প্রথমে মৌখিক হুশিয়ারি উচ্চারণ করে তারপর ছয়টি সতর্কতামূলক গুলি ছোঁড়ে। কয়েক মিনিটের মধ্যেই উত্তর কোরিয়ার টহল জাহাজ নিজ এলাকায় ফিরে যায়।

chardike-ad

গত চার মাসের মধ্যে এই প্রথম এ সীমান্তে পানি সীমা লঙ্ঘনের ঘটনা ঘটল। আজ দক্ষিণ কোরিয়ায় এশিয় গেমসের উদ্বোধনের আগে এ ঘটনা ঘটে। উত্তর কোরিয়া এতে অংশ গ্রহণ করছে।

১৯৫০ থেকে ৫৩ পর্যন্ত চলমান কোরিয় যুদ্ধ শেষ হওয়ার পর মার্কিন নেতৃত্বাধীন জাতিসংঘ বাহিনী এক তরফা ভাবে এ পানি সীমা নির্ধারণ করেছে। এ ছাড়া, দু’দেশের মধ্যে ১৯৯৯, ২০০২ এবং ২০০৯ সালে সংক্ষিপ্ত কিন্তু রক্তক্ষয়ী নৌ-যুদ্ধ হয়েছে।