Search
Close this search box.
Search
Close this search box.

কোরিয়ায় চাল আমদানিতে শুল্ক ৫১৩% হচ্ছে

rice-marketদক্ষিণ কোরিয়ায় বিদেশ থেকে চাল আমদানির উপর শুল্ক ৫১৩ শতাংশ নির্ধারণ করা হয়েছে। আগামী জানুয়ারী থেকে নতুন এ শুল্ক কার্যকর হবে। বৃহস্পতিবার সরকারি কর্মকর্তাদের সাথে সাংসদদের এক বৈঠকে এটি অনুমোদনের কথা রয়েছে। কোরিয়া সরকারের কৃষি, খাদ্য ও পল্লী বিষয়ক মন্ত্রণালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।

খবরে প্রকাশ, কোরিয়া সরকার ২০১৫ সাল থেকে স্থানীয়ভাবে উৎপাদিত চাল খোলা বাজারে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। সে বাজারে কোনরূপ নেতিবাচক প্রভাব এড়াতেই আমদানিকৃত চালে এই বড় অঙ্কের শুল্ক আরোপ করা হচ্ছে।

chardike-ad

বিশ্ব বানিজ্য সংস্থার সাথে চুক্তি অনুসারে দ. কোরিয়া বর্তমানে প্রতি বছর ন্যূনতম ৪ লাখ ৯ হাজার টন চাল আমদানি করে থাকে যা দেশটির মোট চাহিদার ৯ শতাংশ। কোটায় আমদানি হওয়া চালে বর্তমানে লাভের উপর ৫ শতাংশ শুল্ক আরোপ রয়েছে। নতুন শুল্ক কার্যকর হলে কোরিয়ান বাজারে আমদানি হওয়া চালের দাম হবে মূল দামের ছয় গুন ও স্থানীয় চালের দামের তিন গুন।