শনিবার । জুন ১৪, ২০২৫ । ১১:১৫ অপরাহ্ন
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ২০ সেপ্টেম্বর ২০১৪, ৬:৫৬ অপরাহ্ন
শেয়ার

২০ হাজার কোটি উওন লটারীপ্রাপ্ত মালিকের খোঁজ নেই


দক্ষিণ কোরিয়ায় বিগত পাঁচ বছরে লটারীতে জেতা অন্তত ২০ হাজার কোটি উওন সমমূল্যের অর্থ এখনও পর্যন্ত কেউ দাবী করে নি। কোরিয়া লটারি কমিশন বুধবার এ তথ্য জানিয়েছে।

korean_lotteryকমিশনের দেয়া তথ্যমতে, ২০০৯ সাল থেকে গত বছরের আগস্ট পর্যন্ত লটারিতে বিভিন্ন পরিমাণ অর্থ জেতা ২ কোটি ৬৫ লক্ষ ৭০ হাজার বিজয়ী তাঁদের প্রাপ্য অর্থ বুঝে নেয় নি। এসব লটারির মোট অর্থমূল্য ২০ হাজার ৭শ ৮০ কোটি উওন (১ হাজার ৫শ ৪৪ কোটি টাকা)। এগুলোর মধ্যে ৫ হাজার উওন অর্থমূল্যের লটারির সংখ্যা ২ কোটি ৬০ লক্ষ ৩ হাজার। এছাড়া ১৭ জন সর্বোচ্চ পুরস্কার বিজয়ীও প্রাপ্য পুরস্কার বুঝে নেন নি যেগুলোর মোট মূল্য ৩ হাজার ২শ ৬০ কোটি উওন।

বিজয়ীরা এসব অর্থ দাবী করার জন্য আরও এক বছর সময় পাচ্ছেন। এরপর এগুলো বিভিন্ন রাষ্ট্রীয় কল্যাণ তহবিলে জমা করে দেয়া হবে।