Search
Close this search box.
Search
Close this search box.

মহানবীকে অবমাননার দায়ে ইরানে ব্লগারের মৃত্যুদণ্ড

courtফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা:)’কে অবমাননার দায়ে ইরানে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে এক খবরে জানিয়েছে দ্য ইন্ডিপেন্ডেন্ট।

ইরানে হিউম্যান রাইটস ক্যাম্পেইনের এক বক্তার বরাত দিয়ে খবরে জানানো হয়, দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম সোহেল আরাবি। তার বয়স ৩০ বছর।

chardike-ad

আরাবির বিরুদ্ধে অভিযোগ, তিনি ফেসবুকে আটটি পেইজে বিভিন্ন নামে মহানবীর নামে অপমানজনক বক্তব্য দিয়েছেন।

ইরানের প্রচলিত আইন অনুযায়ী, স্বেচ্ছায় এবং সজ্ঞানে এ অপরাধে, যা ‘সাব আল নাবি’ নামে পরিচিত, মৃত্যদণ্ডের বিধান রয়েছে।

তবে অভিযুক্ত ব্যক্তি যদি ভুল করে, রাগান্বিত হয়ে বা অন্যকে উদ্ধৃত করতে এমনটি করে থাকেন, সেক্ষেত্রে মৃত্যদণ্ডের বদলে ৭৪টি দোররা মারার শাস্তি দেওয়া হয়।

ওই বক্তা জানান, আরাবি মানসিক জটিলতার কারণে এ ধরনের কাজে করেছেন জানানোর পরেও তাকে মৃত্যদণ্ড দেওয়া হয়েছে।

তিনি জানান, এই অপরাধে গত নভেম্বরে নিজ বাড়ি থেকে আরাবিকে তার স্ত্রীসহ গ্রেপ্তার করা হয়। পরে আরাবির স্ত্রীকে ছেড়ে দেওয়া হয়।

আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত আরাবির আপিলের সুযোগ আছে। তবে তিনি আপিল আবেদন করেছেন কিনা জানা যায়নি।