বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৪:৫২ অপরাহ্ন
শেয়ার

লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৬ বাংলাদেশি


Libia

আফ্রিকার দেশ লিবিয়ার বিভিন্ন বন্দিশালা থেকে আরও ১৭৬ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বোরাক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

এর আগে বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানী ত্রিপলির তাজুরা ডিটেনশন সেন্টার থেকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় তাদের ফেরত পাঠানো হয়। এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ দূতাবাস, ত্রিপলি।

দূতাবাস জানিয়েছে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য স্থানীয় কর্তৃপক্ষ ও আইওএমের সঙ্গে একযোগে কাজ করছে তারা। এ প্রক্রিয়ার অংশ হিসেবে এবার তাজুরা ডিটেনশন সেন্টার থেকে ১৭২ জন এবং আইওএমের আশ্রয়কেন্দ্র থেকে আরও ৪ জন বাংলাদেশিকে দেশে পাঠানো হয়েছে।

প্রত্যাবাসন প্রক্রিয়ায় লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশারের নেতৃত্বে দূতাবাসের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। তারা লিবিয়ার অভিবাসন অধিদফতরের অভ্যর্থনা কেন্দ্রে গিয়ে বাংলাদেশি নাগরিকদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।