বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২:১৭ পূর্বাহ্ন
শেয়ার

আফগানদের বিপক্ষে ছেলের খেলা দেখতে দেখতে মারা গেলেন শ্রীলঙ্কান ক্রিকেটার দুর্নিথের বাবা


Durnith

আবুধাবির মাঠে এশিয়া কাপের ম্যাচ শেষ হয়েছিল বিজয়ের উল্লাসে। আফগানিস্তানের বিপক্ষে জিতে শ্রীলঙ্কা যখন উদযাপনে মেতেছে, তখনই জীবনের সবচেয়ে কঠিন সংবাদ পেলেন তরুণ স্পিনার দুর্নিথ ওয়েল্লালাগে। ম্যাচ শেষে তাকে জানানো হলো—হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবী ছেড়ে চলে গেছেন তার বাবা সুরাঙ্গা ওয়েল্লালাগে।

সুরাঙ্গা শুধু একজন অভিভাবকই নন, ছিলেন ক্রিকেটেরও মানুষ। শ্রীলঙ্কার নামকরা স্কুল দলের অধিনায়ক হিসেবে একসময় নেতৃত্ব দিয়েছেন মাঠে। সেই ক্রিকেট-প্রেমী বাবার পথ ধরে এগোচ্ছিলেন ছেলে দুর্নিথ। অথচ, ছেলের মাঠে লড়াই দেখেই বিদায় নিলেন তিনি।

সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রাসেল আর্নল্ড ম্যাচ শেষে সরাসরি সম্প্রচারে শোকবার্তাটি জানান। স্থানীয় সংবাদমাধ্যমও জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীলঙ্কা যখন ১৭০ রানের লক্ষ্য ছুঁয়ে জয় নিশ্চিত করে, তখনই দলের ভেতর ছড়িয়ে পড়ে মর্মান্তিক এই খবর।

একটি ছবিতে ধরা পড়ে হৃদয়বিদারক দৃশ্য—দলের ম্যানেজার সান্ত্বনা দিচ্ছেন কান্নায় ভেঙে পড়া দুর্নিথকে। সাংবাদিক দামিথ উইরাসিংহে সেই মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।

ক্রিকেটের মাঠে জয় মানে উদযাপন। কিন্তু দুর্নিথ ওয়েল্লালাগের জন্য এবারের জয় হয়ে রইল জীবনের সবচেয়ে তীব্র বেদনার দিন। মাঠের উচ্ছ্বাস ছাপিয়ে গেল শোকের অশ্রু।