বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন
শেয়ার

একই দিনে বাবাকে হারালেন দুই আন্তর্জাতিক ক্রিকেটার


Ebadot Dunith

বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেটে শোকের ছায়া। একই দিনে দুই আন্তর্জাতিক ক্রিকেটার—বাংলাদেশের পেসার এবাদত হোসেন চৌধুরী এবং লঙ্কান স্পিনার দুনিথ ওয়েল্লালাগে হারালেন তাদের বাবাকে।

বাংলাদেশ দলের গতি তারকা এবাদত হোসেনের বাবা নিজাম উদ্দিন চৌধুরী বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সিলেটে মারা যান। ৭৮ বছর বয়সী এই সাবেক বিজিবি সদস্য দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। অসুস্থ হয়ে পড়লেেএবাদত নিজেই তাকে সিলেটের একটি হাসপাতালে নেওয়ার পথে ছিলেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যুবরণ করেন তিনি।

এবাদত সাংবাদিকদের বলেন, বাবাকে আমি নিজেই ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিলাম। কিন্তু পথে তিনি চলে যাবেন, কখনো ভাবিনি। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।

এদিকে শ্রীলঙ্কার উদীয়মান অলরাউন্ডার দুনিথ ওয়েল্লালাগে বৃহস্পতিবার এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ চলাকালে পাননি বাবার মৃত্যুসংবাদ। আফগানিস্তানের বিপক্ষে জয় পাওয়া ম্যাচের পর টিম ম্যানেজারের কাছ থেকে জানতে পারেন, তার বাবা সুরাঙ্গা ওয়েল্লালাগে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে কলম্বোতে মারা গেছেন। সুরাঙ্গা নিজেও ছিলেন ক্রিকেটের মানুষ—শ্রীলঙ্কার প্রিন্স অব ওয়েলস দলের হয়ে উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে খেলেছিলেন।

ওই ম্যাচে ওয়েল্লালাগে শেষ ওভারে মোহাম্মদ নবীর হাতে টানা পাঁচ ছক্কা খেয়ে সমালোচনার মুখে পড়লেও দলের জয়ে কিছুটা স্বস্তি পান। কিন্তু খেলার উচ্ছ্বাসের রেশ কাটতে না কাটতেই বাবার মৃত্যুসংবাদ তাকে স্তব্ধ করে দেয়।

বাংলাদেশ ও শ্রীলঙ্কার দুই ক্রিকেটার একই দিনে বাবাকে হারানোয় সমবেদনার স্রোত বইছে দুই দেশের ক্রিকেট মহলে।