
এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে দারুণ শুরু করলো টাইগাররা। সাইফ হাসান এবং তৌহিদ হৃদয়ের মারকুটে জোরা হাফ সেঞ্চুরি বাংলাদেশের জয়ের পেছনে অন্যতম ভূমিকা রাখে।
সুপার পর্বের প্রথম ম্যাচের শুরুতে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। দাসুন শানাকার ব্যাটিং ঝড়ে বাংলাদেশের সামনে ১৬৯ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে শ্রীলঙ্কা। সানাকা অপরাজিত ৬৪ রান করেন যার মাঝে ছিল ৬টি ছয়ের মার। কুশল মেন্ডিস করেন দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান। বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজ নেন তিন ও মেহেদি হাসান পান দুটি উইকেট।
জবাবে ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথমেই হোঁচট খায় টাইগাররা। মাত্র দুই বল খেলে শূন্য রানে সাজ ঘরে ফেরেন ওপেনার তানজীদ হাসান। এরপর অবশ্য সাইফ হাসান আর লিটন দাস মিলে শুরুর ধাক্কা ভালোই সামলে নেন। সাইফ হাসান বেশ আগ্রাসি ব্যাটিং করেন। ৪৫ বলে খেলেন ৬১ রানের ইনিংস। যার মথ্যে ছয়ের মার ছিল চারটি। এরপর আক্রমনাত্মক ব্যাটিংয়ে সাইফকেও ছাড়িয়ে যান তৌহিদ হৃদয়। তিনি খেলেন ৩৭ বলে ৫৮ রানের ইনিংস।
খেলার শেষ দিকে এসে তৌহিদ হৃদয় আউট হওয়ার পর জাকের আলী এবং মেহেদি হাসানও দ্রুত সাজঘরে ফিরে যান। তবে তা টাইগারদের কপালে বড় রকমের চিন্তার ভাঁজ ফেলতে পারেনি। শেষ পর্যন্ত চার উইকেট এবং এক বল হাতে রেখেই ১৬৯ রানের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।





































