বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ২১ সেপ্টেম্বর ২০২৫, ৭:০৭ অপরাহ্ন
শেয়ার

বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৬ অক্টোবর


BCB
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। ওইদিন পরিচালক পদে ভোট শেষে ফলাফল ঘোষণার পরপরই সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনের আয়োজন করা হবে।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, প্রথমে বিভিন্ন ক্যাটেগরির প্রতিনিধিদের কাউন্সিলর করা হয়। এসব কাউন্সিলরের ভোটে নির্বাচিত হন ২৫ জন পরিচালক। পরে পরিচালকদের ভোটেই বেছে নেওয়া হয় সভাপতি ও সহ-সভাপতি।

পূর্বের নির্বাচনে ভোটার সংখ্যা ছিল প্রায় ১৭০ জন। তবে এবার সেই সংখ্যা আরও বাড়ছে। কাউন্সিলর মনোনয়নের সময়সীমা প্রশ্নবিদ্ধভাবে দুই দফা বাড়ানোর পর শেষ সময় বেঁধে দেওয়া হয়েছে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত। এর পর বোর্ড সভায় অনুমোদনের পর সন্ধ্যা ৭টায় প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা।

খসড়া তালিকার ওপর আপত্তি জানানো যাবে মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শুনানি শেষে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।

মনোনয়নপত্র বিতরণ হবে ২৬ ও ২৭ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৮ সেপ্টেম্বর বিকেল ৫টা। এরপর ২৯ সেপ্টেম্বর হবে মনোনয়ন বাছাই ও তালিকা প্রকাশ। পরদিন ৩০ সেপ্টেম্বর রাখা হয়েছে আপিল গ্রহণ ও শুনানি।

মনোনয়ন প্রত্যাহারের সময় নির্ধারিত হয়েছে ১ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। ওইদিন দুপুরে প্রকাশ করা হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা।

নির্বাচনের দিন ৬ অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে অনুষ্ঠিত হবে পরিচালকের ভোটগ্রহণ। ফলাফল প্রকাশ হবে সেদিন সন্ধ্যা ৬টায়। আর সভাপতি ও সহ-সভাপতি পদে নির্বাচন হবে একইদিন সন্ধ্যা সাড়ে ৭টায়। রাত ৯টার মধ্যে জানা যাবে বিসিবির নতুন সভাপতির নাম।